১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬
সপ্তম শ্রেণি
বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান
সময়: ২ ঘন্টা ১০ মিনিট পূর্ণমান: ৬০
যেকোন ৬টি প্রশ্নের উত্তর দাও:
১। কেয়া তার গৃহকর্মীকে স্কুলে পাঠান। তিন জানেন সকল শিশুর সমান অধিকার রয়েছে। কেয়াদের দালাল তৈরীর কাজ করে ১৭ বছর জাহিদ। একদিন পুরনো কিছু রড সে চুরি করলে সবাই তাকে মারধর করেন। কেয়া সবাইকে বললেন তাকে না মেরে শিশোর সংশোধনী প্রতিষ্ঠানে পাঠাতে।
ক. জাতিসংঘ সনদে কতটি ধারা আছে?
খ. ঝুকিপূর্ণ শিশুশ্রম বলতে কি বুঝায়?
গ. কেয়ার গৃহকর্মীকে স্কুলে পাঠাবার কারন ব্যাখ্যা কর।
ঘ. জাহিদের জন্য নেওয়া কেয়ার পদক্ষেপটির যথার্থতা ব্যাখ্যা কর?
২। পাঁচ বছরের আয়েশা বাক প্রতিবন্ধী। সে কথা বলার সময় তোতলায়। তার মা মিসেস রেহেনা তাকে বিশেষ যতœ করেন।বেশি বেশি কথা বলেন ও সময় দেন। অন্যদের সাথে মিশতে দেন। তিনি জানেন শিশুকে প্রশিক্ষন দিলে ও তার প্রতি মনোযোগি হলে প্রতিবন্ধিতা হ্রাস করা যায়।
ক. আমাদের জনসংখ্যার কতভাগ প্রতিবন্ধী?
খ. বাক প্রতিবন্ধী বলতে কি বুঝ?
গ. মিসেস রেহেনা কীভাবে আয়েশার প্রতি বিশেষ যতœ নেন , ব্যাখ্যা কর।
ঘ. আয়েশার প্রতিবšিধতা হ্রাসে তার মায়ের ভূমিকা আলোচনা কর।
৩। রিজভী সব সময় বহিরাঙ্গনে খেলাধুলা করে। ফলে তার শরীরে অতিরিক্ত চর্বি ও মেদ জমেনা। রিজভীর বন্ধু রেদোয়ান কম্পিউটার গেমস খেলে। দিন দিন সে মোটা হয়ে যাচ্ছে। কাজ করলেও দূর্বল হয়ে পড়ে।
ক. শিশু কখন থেকে খেলে?
খ. শখ পূরুনের বিভিন্ন মাধ্যম বর্ণনা কর।
গ. রিজভী কোন ধরনের খেলাধুলা করে? এগুলো শারিরিক বিকাশে যেভাবে সহায়তা করে তা বর্ণনা কর।
ঘ. রেদোয়ানের জন্য বহিরাঙ্গনের খেলার প্রয়োজনীয়াত বিশ্লেষণ কর।
৪। রীতার মা রীতার নিরাপত্তার ব্যাপারে বেশ সচেতন রীতাকে তিনি সঠিক আচরন ও নিয়মনীতি শিক্ষা দেন। কারন তিনি মনে করেন। পরিবারই শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র। তিনি রীতিকে পারিবারিক আলোচনায় সিদ্ধান্ত গ্রহন, মতামত প্রদানের সুযোগ দেন।
ক. শিশুর বিকাশে প্রথম ও দীর্ঘস্থায়ী ক্ষেত্র কোনটি?
খ. শিশুর সুস্থ্য বিকাশে মায়ের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. রিধা কিভাবে গৃহে প্রাধান্য বিস্তার করে বর্ণনা কর।
ঘ. রীতার পরিবারই তার প্রাথমিক শিক্ষা কেন্দ্র, উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা আলোচনা কর।
৫। নিলার গৃহের কক্ষগুলো বেশ বড় বড়। ফলে আসবাব পত্রগুলো বিণ্যাসের পরও তা ফুটে ওঠেনা। তার ঘরের টেবিলের তুলনায় চেয়ার গুলো খুব ছোট। কোনো আসবাব বেশ লম্বা, কোনটি চওড়া, অসামঞ্জস্যপূর্ণ। তার প্রতিবেশি তাকে আসবাব সংস্থাপনে শিল্পনীতির প্রতি যতœশীল হতে বললেন।
ক. প্রাথমিক রং কোনগুলো?
খ. বর্ণচক্র বলতে কি বুঝ?
গ. নিলা তার কক্ষে আসবাব পত্রগুলো ফুটে ওঠার জন্য কি ধরনের রং ব্যবহার করবে এবং কেন?
ঘ. নিলার প্রতিবেশীর উক্তিটি কি যথার্থ ছিল বলে তোমার মনে হয়?
৬। সাজ্জাদ দোকান থেকে এক প্যাকেট নুডুলস, একটি সস, ও পাউরুটি কিনে বাসায় আনল। কিন্তুু বিক্রেতা তাকে কোন কিছুর ক্যাশ মেমো দেয়নি। বাসায় আনার পর দেখে প্রতিটি জিনিসের মান খুবই খারাপ। কিন্তুু সেগুলো ফেরত দিতে গেলে বিক্রেতা অস্বীকৃতি জানায় এবং সেকোন ক্ষতিপুরুন আদায় করতে পারেনি।
ক. গৃহসামগ্রী কি?
খ. ভোক্তা দ্রব্য ক্রয় করে কেন?
গ. সাজ্জাদ কিভাবে দ্রব্য কিনলে ঠকবেনা?
ঘ. ভোক্তার ক্ষতিপূরন লাভ ও স্বাস্থ্যকর পরিবেশ লাভের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষন কর।
৭। মিতালী ছোট বোনের জন্মদিনে ঠিক করল বড় করে একটা পার্টির আয়োজন করবে। এজন্য সে বিভিন্ন পরিকল্পনা করে। সেসব পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ সুষ্ট সুনিশ্চিত।
ক. বাজেট কি?
খ. পরিকল্পনা বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
গ. মিতালী কীভাবে জন্মদিনের অনুষ্ঠান কার্যক্রম করে তুলতে পারবে, বর্ণনা কর।
ঘ. মিতালী যেভাবে কাজ করছে তোমার কি মনে হয় অনুষ্ঠানটি সে সফল ভাবে বাস্তবায়ন করতে পারবে?
৮। গ্রামে বসবাসকারী রহিমা খাতুন তার স্বল্প আয়ে সংসারের যাবতীয় চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে পূরুন করতে চেষ্টা করে। রান্না ঘর থেকে পানির চাপকল দূরে হওয়ায় তিনি পানি বালতিতে ভরে রাখেন । যার ফলে নিদির্ষ্ট সময়ের মধ্য তিনি রান্না শেষ করে বাচ্চাদের নিয়ে স্কুলে যান।
ক. সম্পদ কী?
খ. সম্পদের সীমাবদ্ধতা বলতে কি বুঝ?
গ. রান্নার পূর্বে রহিমা খাতুনের গৃহিত পদক্ষেপগুলো ব্যাখ্যা কর।
ঘ. রহিমা বেগম গৃহ সম্পদের যথাযথ ব্যবহার করেন, বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
৯। মিসেস সালেহা বেগম ও হালিমা খাতুন একই আয়তনের ফ্লাটে থাকেন। সালেহা বেগম তার বসার ঘরে আকাশি রংয়ের পর্দা ব্যবহার করেছেন। অন্যদিকে হালিমা খাতুন বসার ঘরে লাল রংয়ের ফুলের ছাপার পর্দা ব্যবহার করেছেন। এবং দরজার পাশে বড় আকারের একটি মাটির টব রেখেছেন। পাশের ফ্লাটের মারিয়া একদিন সালেহার বাসায় বেড়ানো শেষে হালিমার বাসায় এসে বললেন, তোমার বসার ঘরটি আর একটু বড় হলে ভালো হয় ।
ক. আলোর উৎস কি?
খ. অভ্যন্তরীন গৃহসজ্জা বলতে কী বোঝায়?
গ. সালেহা বেগম গৃহসজ্জায় কোনটিকে প্রাধান্য দিয়েছেন।ব্যাখ্যা কর।
ঘ. গৃহ সজ্জায় হালিমার পারদর্শিকতা বিশ্লেষন কর।
No comments:
Post a Comment