Sunday, April 9, 2017

New Stage Song 2017

মডেল টেস্ট পরীক্ষা-২০১৬ ৭ম শ্রেণি বিষয়: হিন্দু ধর্ম শিক্ষা

 মডেল টেস্ট পরীক্ষা-২০১৬
৭ম শ্রেণি
বিষয়: হিন্দু ধর্ম শিক্ষা 
সময়: ২ ঘন্টা ১০                            মিনিট  পূর্ণমান: ৬০
যেকোন ৬টি প্রশ্নের উত্তর দাও:
১। গুরুমশায় বললেন, সকল জীবের মধ্যে ঈশ^র বিরাজমান, ঈশ^র কে জানতে অনেক সাধনা করতে হয়। জীবের মধ্যেই তাঁর লীলা প্রকাশিত হয়। মোক্ষলাভের মাধমে ঈশ^রকে পাওয়া যায়।
ক. যোগী কাদের বলা হয়?
খ. ঈশ^র সম্পর্কে স্বামী বিবেকানন্দের বানী উল্লেখ কর।
গ. পরমাতœা বলতে কি বোঝ?
ঘ. ব্রক্ষ্রজ্ঞানক মোক্ষলাভের মাধ্যমে ঈশ^রকে পাওয়া যায়, উক্তিটি ব্যাখ্যা কর।
২। বেদ, বেদের সহায়ক গ্রন্থ বেদাঙ্গ, চন্ডী, শ্রী শ্রী গীতা প্রভূতি হিন্দু ধর্মেও গ্রন্থ। বিভিন্ন বেদ থেকে পূজার মন্ত্র ধর্মীয় গান, বাসস্থান নির্মান বা চিকিৎসা বিষয়ক বিদ্যা পাওয়া যায়। কুরু পান্ডবের যুদ্ধের কথা ও জানা যায় মহাভারত নামক গ্রন্থ থেকে।
ক. বেদাঙ্গ কি?
খ. বেদ কত প্রকার ও কি কি?
গ. অথচ বেদ থেকে কি কি বিষয়ে জ্ঞান পাওয়া যায়।
ঘ. শ্রী মদ ভগবদ গীতা মহাভারতের অংশ বুঝিয়ে বল।
৩। নিপার দাদু গল্পের ছলে বললেন সভ্য যুগের মানুষ সকলেই ছিল সৎ কিন্তু ক্রমে ক্রমে কলিযুগে তা বিলীন হবার পথে। কলিযুগের প্রধান ধর্ম দান হলেও তা এখন সকলেই হানা-হানি আর নিছক বর্ণবাদ প্রভোদ মেতে উঠেছে। মহা প্রভূ চৈত্যন্য বর্ণবাদ প্রথার সত্যতা ও কুসংস্কারকে তুলে ধরে সচিত্র বর্ণনা দিয়েছেন।
ক. ধর্ম শব্দটির অর্থ কি?
খ. হিন্দু ধর্ম মতে যুনা কয় প্রকার ও কি কি?
গ. ধর্মচরনের মূল লক্ষ্য কি কি?
ঘ. বর্ণভেদ পেশাগত জন্মগত নয়, ব্যাখ্যা কর।
৪। উপসনার পূর্ব শর্ত হলো দেহ,মন পবিত্র থাকা আর ব্যায়াম এর মাধ্যমে শরীর সূস্থ থাকে সুতরাং বিভিন্ন প্রকার ব্যায়াম ও প্রার্থনার অঙ্গ।
ক. বিভিন্ন প্রকার আসন কেন করা হয়?
খ. নিত্য কর্মকে পবিত্র মনে করা কেন?
গ. ভূজঙ্গাসনের উপকারিতা লেখ?
ঘ. ভুজঙ্গাসন পদ্ধতির বর্ণনালেখ?









৫। মিতার হাঁটু ও গোড়ালীর বাত এবং চুল পাকার অসুখ নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব ব্যবস্থা পত্র। দিয়ে একটি আসন নিয়মিত করতে বললেন, কিছুদিন পর মিতার রোগ সেরে গেল এবং সে আর ও দেখল তার হজম শক্তি বৃদ্ধিও পেশি সচল হয়ে উঠেছে।
ক. আসন কাকে বলে?
খ. আসন কেন করতে হয়?
গ. ডাক্তার সাহেব মিতাকে যে আসন করতে বলেছিল তার বর্ণনা দাও।
ঘ. বড্রাসনের মাধ্যমে শারীরিক ও মানসিক উপকারিতা হয়, ব্যাখ্যা কর।
৬। মহাভারত হিন্দু ধর্মের একটি প্রাচীন গ্রন্থ। কুরুপান্ডবে যুদ্ধেও কাহিনীর মধ্যে অনেক ধর্মীয় বিষয় আলোচনা করা হয়েছে এ গ্রন্থে।
ক. কুরু পান্ডবের যুদ্ধ কোন যুগে ঘটেছিল।
খ. মহাভারতের কোন দেশ পটে কর্মের লক্ষনের কথা বলা হয়েছে?
গ. কিভাবে স্মৃতি শাস্ত্র তৈরীর করা হয়েছে।
ঘ. শিবরাত্রী ব্রড সম্পর্কে যা জান তা লিখ।
৭। নিপেন বাবু বিজ্ঞলোক , সংসার ধর্মে তার পুরোপুরি আসক্তি নেই। অপরিচিত জন ও নিজের ছেলে মেয়ে তার কাছে সমান। চোর ,সাধূ কেহই তার কাছে বাহবা বা তিরস্কার পায়না। মৃত্যুকালে তিনি চান সব মায়া মমতার উর্ধ্বে থাকতে।
ক. নিষ্কর্মে কর্ম কাকে বলে?
খ. যটি স্বর্গের দেবতা ও হটি মর্তের দেবতাদের নাম লিখ।
গ.জ্ঞানী ব্যক্তির লক্ষন বর্ণনা কর।
ঘ. নিপেন বাবুর পক্ষে কি মোক্ষলাভ সম্ভব,বর্ণনা কর।
৮। সকল জীবের মধ্যে ঈশ^র আতœারুপে অবাহাম করেন। তিনি বিভিন্ন রুপে জীবকে শিক্ষা দেন বিভিন্ন রুপ ধরে তিনি জীবকে পরীক্ষা করেন।
ক. ঈশ^র এক এবং অদ্বিতীয় বলা হয় কেন।
খ. পরমাতœা বলতে কি বোঝ?
গ. ভক্তর দৃষ্টিতে ঈশ^র ধারনা ,ব্যাখ্যা কর।
ঘ. প্রতিবেশীকে ঈশ^র জ্ঞান মনে করা উচিত ,ব্যাখ্যা কর।
৯। তোমার পাঠ্য বইয়ে উল্লেখিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা প্রার্থনাটি লিখ এবং এর ব্যাখ্যা লিখ।













১। ঈশ^র-
ক. সাকার খ. নিরাকার গ. মানুষ্যকার ঘ. কও খ
২। ঈশ^র শব্দের অর্থ-
ক. শক্তিমান খ. প্রভূ গ. ভক্ত ঘ. দেবতা
৩। রোগীদের দৃষ্টিতে ঈশ^র হলো
ক. পরমাতœা খ. আতœা  গ. জীবাতœা ঘ. ভূতাতœা
৪। অন্তর মম ÑÑÑকরো অন্তর তর হে-
ক. প্রস্তুতিত খ.হরষিত গ. বিকশিত ঘ. আলোকিত
৫। জাগ্রত করো উদ্যত করো ÑÑÑÑ করো হে
ক. নির্ভয় খ.অভয় গ. শক্তিমান  ঘ. ঈর্ষাবান
৬। দেহের ধ্বংস কে বলা হয়---
ক. মৃত্যু খ.জীবন গ. আতœা ঘ. লীলা
৭। ঈশ^র যখন নিরাকার তখন তিনি
ক. জ্ঞানী খ. শক্তিমান গ. অমহার ঘ. ব্রক্ষ্র
৮। সবকিছুর মধ্যে রয়েছে গভীর
ক. ভেজাল খ. ঐক্য গ. গরমিল ঘ. আতœারীন
৯। তিনি সবকিছুর একমাত্র নিয়ন্ত্রক। তিনি কে
ক. ব্রক্ষ্রা খ. আপন নিজে গ. ঈশ^র ঘ. মহারাজদুবের
১০। মৎস্য, কূর্ম, বরাহ, প্রভূতি হিন্দু ধর্মের ÑÑÑএরনাম .
ক. জীভজন্তুর খ. মনুষ্যদের গ. অবতারের ঘ. পূন্যবান
১১। কার ধ্বংস হয়
ক. জীবাতœার খ. দেহের গ. ঈশ^রের ঘ. ভগবানের
১২। যজুবেদের অংশ কয়টি?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১৩। বেদেরআরেক নাম  -
ক. উপনিষদ খ.গীতা গ. সংহিতা ঘ. চন্ডী
১৪। বেদ সৃষ্টি করেন।
ক. দেবতারা খ. ঋষিরা গ. দানবেরা ঘ. মানুষেরা
১৫। উপনিষদের উপ অর্থ ?
ক. নিকটে খ. দূরে গ. অন্তরে ঘ.ভিতরে
১৬। বেদাঙ্গ কয় প্রকার
ক. ২ খ. ৪ গ. ৬ ঘ. ৮
১৭। সাম, শব্দের অর্থ কী?
ক.গান খ. নাচ গ. মন্ত্র ঘ. গ্রন্থ
১৮। চিকিৎসা শাস্ত্রের আদি উৎস্য কোন বেদ?
ক. ঋগ্ খ.সাম গ.যজু ঘ.অন্টট
১৯। যিনি রজ গুন দ্বারা প্রভাবিত তিনি?
ক. ব্রাক্ষন খ. ক্ষত্রিয় গ. বৈশ্য ঘ. শুদ্র
২০। ইশ^্র অবতীর্ণ হন যখন ধর্মের –
ক. উত্থানঘটে খ. অধ:পতন ঘটে, গ. জাগরন ঘটে ঘ. প্রচার ঘটে
২১। হিন্দু ধর্মের যুগ বিভাগ রয়েছে কয়টি?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
২৩। শ্রীরাম চন্দ্রের কাহিনী কোন যুগের
ক.সত্য  খ.ত্রেতা গ. দ্বাপর ঘ. কলি
২৪। ঈশ^র নারায়ন রুপে আখ্যায়িত হয় কোন যুগে?
ক.সত্য  খ.ত্রেতা গ. দ্বাপর ঘ. কলি
২৫। শ্রী চৈতন্য মহাপ্রভূ আবিভূত হল কোন যেুগে
ক.সত্য  খ.ত্রেতা গ. দ্বাপর ঘ. কলি
২৬। শিবচতুদর্শী হয়------ মানের কৃঞ্জা চতুদর্শী তিথীতে ?
ক. মাঘ খ. ফাল্গুন গ. চৈত্র ঘ. বৈশাখ
২৭। শ্রী শ্রী গীতা কোন গ্রন্থের সার সংক্ষেপ?
ক. চ›ডী খ. উপনিষদ গ. মহাভারত  ঘ. রামায়ন
২৮। লক্ষী দেবীর পায়ের বিঙ্গ আঁকলে সেই চিত্রে পা ফেলে ফেলে ÑÑÑÑÑনিজেই ঘরে আসবেন
ক. বিঞ্চুদেব খ. লক্ষীদেবী গ. দুর্গাদেবী  ঘ. মহাময়া
২৯। ভূজঙ্গ শব্দের অর্থ কি?
ক. সাপ খ. বেজী গ.হরিণ ঘ. গরু
৩০। কোন ধরনের কাজের মাধ্যমে গুরুজনদের মর্যাদা দেওয়া যায়?
ক. কাজ করে দেওয়া খ. নমস্কার দেওয়া গ. টাকা দেওয়া ঘ. জ্ঞান দেওয়া
৩১। হাঁটুর ব্যাথা কমে, চুলপড়া কমে, কোন আসনের মাধ্যমে
ক. বজ্রাসন খ. ভূজঙ্গাসন গ. গোমোখোসন ঘ. যোগাসন
৩২। নিত্য কর্ম কখন করতে হয়?
ক. দুপুর  খ. আপরাহ্নে গ. সায়াহ্নে ঘ. প্রাত: কালে
রমেশ বাবু তার নাতীদেরকে শ্রী শ্রী চন্ডীর ঘটনা বলী ব্যখ্যা করলেন। বিভিন্ন প্রকার দেবদেবীর প্রসঙ্গে আলোচনা কালে তিনি সত্যযুগ ও ত্রেতাযুগের অবতার সম্পর্কে আলোকপাত করেন । নিমোক্ত চারটি প্রশ্নের উত্তর দাও
৩৩। শ্রী শ্রী চন্ডিতে কোন দেবীর মহাতœবর্ণনা করা আছে?
ক. দুর্গা খ. মনসা গ. লক্ষèী ঘ. বাসন্তী
৩৪।দেবদেবী কত প্রকার
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৩৫। রমেশ বাবু সত্যযুগের কোন অবতারের কথা বলেছিলেন?
ক. চৈতন্য মহাপ্রভূ খ. রামচন্দ্র গ. শ্রী কৃষ্ঞ   ঘ. কলিচ
৩৬। দেবী দূর্গা কোন অসুর কে বধ করেন?
ক. রক্ত বীজ খ. মহিষাসুর গ. বজ্্রাসুর ঘ. বক্রাসুর
৩৭। কোন গ্রন্থে ধর্মকে যজ্ঞ বলা হয়েছে?
ক.বেদ  খ. মহাভারত গ. গীতা ঘ. রামায়ন
৩৮। ধৃ- ধাতুর সাথে কোন উপসর্গ যোগে ধর্ম গঠিত হয়ে ÑÑÑ
ক. ধম্ম খ. ইমন  গ.অর্ম  ঘ. পালন
৩৯। গোমুখাসান মেরুদন্ড সোজা হয়, কাঁধ সমান হয়, বাত ভাল হয় কথা গুলো জানার পর নবীন আসনটি নিয়মিত করতে লাগল।
৩৯। গো -মুখাসনে কিসের মতো মুখ হয়?
ক. সাপের মত খ. গরুর গ. ঘোড়ার ঘ. বেজীর
৪০। উদ্দীপকে নবীন নিয়মিত আসনটি করতে লাগল কেন?
ক. তার কোনো কাজ নেই জন্য খ. টাকার লোভে গ. শরীর সূস্থ রাখার জন্য ঘ. প্রসংশা পাওয়ার জন্য

Friday, March 31, 2017

মডেল টেস্ট পরীক্ষা-২০১৬ অষ্টম শ্রেণি বিষয়: কৃষি

১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬
অষ্টম শ্রেণি
বিষয়: কৃষি
সময়: ২ ঘন্টা ১০                            মিনিট  পূর্ণমান: ৬০
যেকোন ৬টি প্রশ্নের উত্তর দাও:
১। কৃষি কর্মকর্তা হাশেম সাহেব কৃষি বিষয়ক একটি সেমিনারে ভিয়েতনাম গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন ভিয়েতনামের কৃষিতে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি , চাষাবাদের ধরন উন্নত । তিনি বুঝলেন , বাংলাদেশ আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারনে পিছিয়ে আছে।
ক. বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
খ.  ওজজও বলতে কি বুঝ?
গ. উদ্দিপকে উল্লেখিত দেশের কৃষিতে অগ্রগতির কারন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দিপকে উল্লেখিত দেশের সাথে বাংলাদেশের কৃষির তুলনা বিশ্লেষন কর।
২।
সময়    খন্ড-১    খন্ড-২
১ম বছর    রবি: বোরো
খরিক-১: পাট
খরিক-২: পতিত    রবি: গোল আলু
খরিক-১: মাষকালাই
খরিক-২: রোপা আমন
২য় বছর    রবি: আলু
খরিক-১: মাষকালাই
খরিক-২: রোপা আমন    রবি: বোরো
খরিক-১: পাট
খরিক-২: পতিত
ক. বাংলাদেশের কৃষি মৌসুমকে কয়ভাগে ভাগ করা হয়?
খ. একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করলে ফলন কম হয় কেন?
গ. উদ্দীপকের ছকে কি বুঝানো হয়েছে,ব্যাখ্যা কর।
ঘ.শস্য পর্যায় ব্যবহারের মাধ্যমে কৃষকেরা কতটুকু উপকৃত হয় বলে তুমি মনে কর।
৩। নাবিল সর্বদাই জমিতে সবুজ সার প্রয়োগ করে। তা সত্বেও জমিতে পুষ্টি উপাদান না থাকার নাবিল ক্ষতির সম্মুখীন হয়। সে নাইট্রোজেন সার ব্যবহার করে। কিন্তু অতিরিক্ত সার ব্যবহারের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
ক. আমাদের দেশে কখন রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়?
খ. জমিতে সুষম সার প্রয়োগ করা হয় কেন?
গ. কৃষিতে কর্মকর্তা নাবিলকে কোন কোন কাজের ব্যাপারে অবহিত করেন।
ঘ. নাবিলের ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে সার প্রয়োগ পদ্ধতির উপযুক্ততা বিচার কর?
৪। রীতা বাবা মার সাথে ঢাকায় বড় হয়েছে। একটি অনুষ্ঠানে বাবার সাথে গ্রামের বাড়িতে বেড়াতে এসে দেখল একজন কৃষক কাদাময় মাঠে জমি চাষ দিয়ে ফসল উৎপাদনের জন্য প্রস্তুত করেছেন। সে এ সম্পর্কে প্রশ্ন করলে কৃষক বললেন ফসলের চারা উৎপাদনের জন্য প্রস্তুত হচ্ছে।
ক. বীজতলা কয় ভাবে তৈরী করা হয়?
খ. আদর্শ বীজতলা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত রিতার দেখা কৃষকের কাজটি কোন ফসলের বীজতলা তৈরীর সাথে সাদৃশ্যপূর্ণ ? একটি  আদর্শ বীজতলার গঠন প্রণালী ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বীজতলা গঠনের সাথে উদ্যান ফসলের আদর্শ বীজতলা গঠনের পার্থক্য বিশ্লেষন কর।



৫। কালাম ধান বীজ সংরক্ষণের জন্য তীব্ররোদে  শুকিয়ে ব্যাগে ভরার পূর্বে আর্দ্রতা পরীক্ষা করলে দেখতে পায় বীজের আর্দ্রতার হার আট ভাগের কম।
ক. সংকটময় পর্যায় কাকে বলে?
খ.  অডউ করা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. ব্লটার পরীক্ষার ফলাফল অনুযায়ী বীজ গুলোর বপন উপযুক্ত তা আছে কিনা তা বর্ণনা কর?
ঘ.  কালামের ধান বীজ সংরক্ষণের কলাকৌশল মূল্যায়ন কর।
৬। মিঠুন তার বাড়ির পাশের পতিত জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ উৎপাদন করবেন বলে মনস্থির করলেন।
তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে বীজতলা তৈরী করলেন এবং রক্ষনাবেক্ষণের পর সুস্থ চারা বিক্রি করে বেশ লাভবান হলেন।
ক. বীজতলা কী?
খ.কেমন জমি বীজতলা তৈরীর জন্য নির্বাচন করা উচিত?
গ. মিঠুনের বীজতলা তৈরীর সচিত্র বিবরণ দাও?
ঘ. বীজতলা সঠিকভাবে রক্ষণাবেক্ষনের মাধ্যমে কিভাবে লাভবান হওয়া যায়, সে সম্পর্কে তোমার মতামত দাও?
৭। মুনির যুব উন্নযন হতে গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ নিয়ে পাঁচটি এঁড়ে বাছুর কিনে গরু মোটা তাজাকরণ প্রকল্প হাতে নেন। সঠিক খাদ্য প্রয়োজনীয় যতœ ও পরিচর্চার কারনে কয়েক মাসের মধ্যে গরুগুলো বেশ মোটা তাজা হয়।
ক. মোটাতাজাকরণ কি?
খ. গরু মোটাতাজাকরণ প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত গরুগুলো দৈনিক কি পরিমান ইউরিয়া মেশানো খড় ও ঝোলাগুড় খায় বর্ণনা কর।
ঘ. মনিরের উদ্যোগটি দেশের আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট সহায়ক,বিশ্লেষণ কর।
৮। বাংলাদেশের কৃষি বিশ^বিদ্যালয় থেকে একদল ছাত্র ভারতের  কৃষি বিষয়ক সুবিধা সমুহ  সম্পর্কে উদ্দেশ্যে ভারতে যায়। সেখানে গিয়ে তারা লক্ষ করে। বাংলাদেশের চেয়ে ভারতের কৃষি ও কৃষি ব্যবস্থাপনা অনেক উন্নত। সেখান থেকে ফিরে শিক্ষার্থীরা বাংলাদেশের কৃষি ব্যবস্থাকেও ভারতের মত উন্নত করার প্রতিজ্ঞা করে।
ক. ঋঅঙ কী?
খ. আদি কৃষির উৎপত্তি সাধারনত মানুষের হাতেই ব্যাখ্যা কর।
গ. ভারত কৃষিতে উন্নতি লাভ করার কারন ব্যাখ্যা কর।
ঘ শিক্ষার্থীরা তাদের প্রতিজ্ঞা বাস্তবায়নে কতটুকু  সফল হতে পারবে বিশ্লেষণ কর।
৯। সিদ্দিক সাহেব পড়ালেখা শেষ করে গ্রামের কৃষকদের কৃষি কর্মকান্ডে সহযোগিতা করেছেন। তিনি কৃষিকদের মাটির প্রকৃতি অনুযায়ি ফসল উৎপাদন , ফসলের সেচ , সার এবং কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন।
ক. বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড কি?
খ. আদি কৃষির উৎপত্তি সাধারন মানুষের হাতেই হয়েছে। ব্যাখ্যা কর।
গ. সিদ্দিক সাহেবের কাজের সাথে কাদের অবদানের মিল রয়েছে? 
ঘ. উদ্দীপকে সিদ্দিক সাহেবের কর্মকান্ডের সাথে কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের নানা শাখার সম্পৃক্ততা রয়েছে, মূল্যায়ন কর।




ঊহু নির্বাচনী অভীক্ষা ৮ম  কৃষি
১। জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করে কোনটি? 
ক. ঋঅঙ    খ. ওজজও গ. ইজজও  ঘ. ওচগ
২।  ওজজও কোথায় অবস্থিত?
 ক. ফিলিপাইন খ. ভিয়েতনাম গ. ভারত ঘ. চীন
৩। বিশে^ও অন্যতম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
ক. নেপাল  খ. ভিয়েতনাম গ. ভারত ঘ. চীন
৪। কোনটি ভারতে রপ্তানি হয়?
ক. পিয়াজ খ. গরু গ. ইলিশ ঘ. রসুন
৫। বাংলাদেশ ভারতে রপ্তানি করে
র. পাট        রর. চামড়া        ররর. রুই
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৬। খাদ্য ও কৃষিতে সংগঠনকে সংক্ষেপে কি বলে?
ক. ঋঊউ খ. ঋঅউ গ. ঋঅঙ ঘ. ঋঅঈ
৭। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়?
ক. চাল খ. গম গ. চামড়া ঘ. তুলা
৮। বন্যার পর ধান চাষের জাত
র. কিরন         রর. ব্রি ধান ৫১       ররর. দিশারি
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.

৯। কবে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন করা হয়?
ক. ১৯৫৫ খ.১৯৬০ গ. ১৯৬১ ঘ. ১৯৬৯
১০। কৃষির মূল ক্ষেত্র কোনটি?
ক. মাটি খ.ধান গ. বীজ ঘ. পানি
১১। বাংলাদেশে অর্থনীতির মেরুদন্ড কি?
ক. শিক্ষা খ. চিকিৎসা গ কৃষি ঘ. চা
১২। কয়টি পূর্ণাঙ্গ কৃষি বিশ^বিদ্যালয় রয়েছে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১৩। ইজজও কোথায় অবস্থিত?
ক. বাংলাদেশে  খ. চীনে গ. ভিয়েতনামে ঘ. ভারতে
১৪। চারা রোপনের কতদিন পর গুটি ইউরিয়া দিতে হয়?
ক.  ৩-৪ খ.  ৫-৭ গ.  ৮-১০ ঘ. ১২-১৫
১৫। কত সেমি গভীরে গুটি ইউরিয়া দিতে হয়?
 ক. ৫ খ. ১০ গ. ১৫ঘ. ২০
১৬। মোজাইক রোগের কারন কী?
ক. ভাইরাস খ. ছত্রাক গ. কৃমি ঘ. ব্যাকটেরিয়া
১৭। কোন উদ্ভিদের ধসা রোগ হয়?
ক. ধান খ. ঢেঁড়স গ. বাদাম ঘ. গম
১৮। পাতা  কোকাড়ানো কোন উদ্ভিদের রোগ
ক. পেঁপে খ. বেগুন গ. শসা ঘ. মরিচ
১৯। কোন জেলা কৃষি পরিবেশ-১ এ অন্তর্ভুক্ত
ক. যশোর খ. পঞ্চগড় গ. বরিশাল ঘ. সিলেট
২০। ধসা রোগ হয়?
র. ধানে        রর. আলুতে        ররর. বেগুনে
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২১। মোজাইক রোগ দেখা যায়?
র. মুগে         রর. ঢেঁড়সে        ররর. টমেটোতে
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২২। মৃত পশুর রোগজীবাণু কিসে ছড়াই
ক. বাতাসে খ. পানিতে গ. মাটিতে ঘ. নদীতে
২৩। মৃত পশুমাটি চাপা দেওয়া সময় গর্তের উপর দিতে হয়  -
র. চুন         রর. ডিডিটি         ররর. ফরমালিন
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২৪। কোন রোগ হলে মুরগী সাদা রংগের মল ত্যাগ করে?
ক. বসন্ত খ.হাম গ. রানীক্ষেত ঘ.কলেরা
২৫। মসুরের সাথে কোনটি চাষ করা যায়?
ক. সরিষা  খ. তিল গ.কলা  ঘ. ধান
২৬। শর্করা ও চর্বি জাতীয় খাদ্যে থাকে?
র. ঝোলাগুড়         রর. ভুট্টা        ররর. কাঁচাঘাস
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২৭। ধান চাষের জন্য কোন সার প্রধান ?
ক. টিএসপি খ.ইউরিয়া গ. ফসফেট ঘ. গোবর
২৮। মৃত মাছ অপসানের জন্য পুকুরে কী করা উচিত?
ক.চুন খ. ব্লিচিং পাউডার গ. ন্যাপথালিন  ঘ. ডিডিটি
৩০। পশু মোটাতাজাকরনে সহায়তা করে কোনটি?
ক. ইউরিয়া খ. ঘাস ও ছোলা গ. গুড় ও ছোলা ঘ.ভাতের মাড় ও ঘাস
৩১।  ব্যবহারে আমন ধানে কত ভাগ ইউরিয়া লাগে?
ক. ২৩ খ ২৫ গ. ৩০ ঘ. ৩৫
৩২। আমাদের দেশে সেচ দক্ষতা কত শতাংশ
ক. ১৫-২০ খ. ২৫-৩০ গ. ৩০-৩৫ ঘ. ৪০-৫৫
৩৩।  খ,প,প এর পূর্ণরুপ কি?
ক. খবধভ ঈড়ষড়ঁৎ পযধৎঃ    খ. খবধঃ পড়ষড়ঁৎ পযধঃ  
 গ. খবধঃ পড়ষড়ঁৎ পৎড়ং   ঘ. খবধংঃ পড়ষড়ঁৎ পযধৎঃ 
৩৪। ড্রিপ সেচ পদ্ধতি কোন ফসলের জন্য কার্যকর?
ক ধান খ. সবজি গ. ফল ঘ. মসলা
৩৫। বাংলাদেশে কয় ধরনের বীজতলা তৈরী করা হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৩৬। চা বাগানে কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?
ক. প্লাবন খ. নালা গ. বর্ষন ঘ. ড্রিপ
৩৭। পানি সেচের মূল উৎস কি?
ক. নদী খ বিল গ.বৃষ্টিপাত  ঘ. বন্যা 
৩৮। মৌলিক কৃষি উপকরণ কি?
ক. বীজ খ. ধান গ.চারা  ঘ. ছোটগাছ
৩৯। মরিচ সংরক্ষনে কতঘন্টা শুকাতে হয়
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪০। নিচের কোনটি বীজতলায় প্রয়োগ করা যাবেনা?
ক.ইউরিয়া খ. কাচা গোবর গ.শুকনো গোবর ঘ. ফসফেট





মডেল টেস্ট পরীক্ষা-২০১৬ সপ্তমশ্রেণি বিষয়: কৃষি

১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬
সপ্তমশ্রেণি
বিষয়: কৃষি
সময়: ২ ঘন্টা ১০                            মিনিট  পূর্ণমান: ১০০
যেকোন ৬টি প্রশ্নের উত্তর দাও:
১। ফুল-ফল, শাব-সবজি ও মসলা উদ্যান ফসলের মধ্যে বিবেচিত। মৌলিক চাহিদা পূরুণে উদ্যান ও মাঠ ফসলের ভূমিকা রয়েছে। পরিবার ও সমাজ গঠনে কৃষির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমাদের পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব পালিত হয়।
ক. উদ্যান ফসল কি?
খ. মৌলিক চাহিদা বলতে কি বুঝ?
গ. আমাদের দেশে নবান্ন উৎসব একটি কৃষি ভিত্তিক উৎসব ব্যাখ্যা কর।
ঘ. পরিবার ও সমাজ গঠনে কৃষির ভূমিকা ব্যাখ্যা কর।
২। বাংলাদেশে বিচিত্র ফসলের দেশ এদেশ এমনো ফসল আছে যা থেকে কখনো সুস্বাদু শাক, কখনো আঁশ এবং জ¦ালানী  পাওয়া যায়। এক সময় বিশে^ এ ফসলের মান ও উপাদনে বাংলাদেশ প্রথম ছিল। এবং প্রচুর মুদ্রা অর্জন করে দেশে অর্থনীতি সচল রেখেছিল।
ক. মাঠ ফসল কাকে বলে?
খ. পাটকে সোনালী আঁশ বলা হতো কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত ফসল দিয়ে উৎপন্ন দ্রব্যের একটি তালিকা তৈরী করো।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকে উল্লেখিত ফসলের হারানো গৌরব ও অবস্থান ফিরিয়ে আনা সম্ভব ? যুক্তি দাও।
৩। নাইম তার দাদার বাড়ি টাঙ্গাইলে বেড়াতে গেল, যখন কৃষকদের ধান কাটা শেষ হয়েছে। তখন তারা একটি উৎসবে মেতেছিল। নাইমের দাদা তাকে বললেন, এই উৎসব আমাদের সংস্কিৃতির একটি উৎস। তিনি আরো বললেন, বাঙ্গালী সংস্কৃতি কৃষিকাজের দ্বারা ব্যাপক প্রভাবিত।
ক. নবান্ন কী?
খ. হালখাতা কি? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত উৎসবটির বর্ণনা কর।
ঘ. নাঈমের দাদার শেষ উক্তিটি মূল্যায়ন কর।
৪। কৃষক শামসুল দেড় বিঘাজমিতে পেপেঁর বাগান করেছিল কিন্তু বন্যায় তার বাগান পানিতে ডুবে যায়। ফলে, সমস্ত পেঁপে গাছ মারা যায় এবং সে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
ক. পানি নিকাশ কি?
খ. পানি সেচের তিনটি পদ্ধতির নাম লিখ।
গ. কৃষক শামসুলের গাছগুলো মরে যাওয়ার কারন ব্যাখ্যা কর।
ঘ. শামসুলের বাগানে প্রাকৃতিক দূর্যোগটির কারনে সৃষ্ট সমস্যা দূর করার গুরুত্ব বিশ্লেষন করো।
৫। করিম মিয়া একজন সফল মাছ চাষি। তার পুকুরে তিনি মাছ চাষ করে বেশ সফলতা পেয়েছেন। একদিন তিনি দেখলেন মাছগুলো উপড়ে ভেসে উঠে খাবি খাচ্ছে। সাথে সাথে তিনি প্রয়োজনীয় ববস্থা গ্রহণ করলেন।
ক. পানি নিকাশ কাকে বলে?



খ. পুকুরের পানি শোধন করতে হয় কেন?
গ. উল্লিখিত ঘটনার কারন ব্যাখ্যা কর।
ঘ. করিম মিয়া কি ব্যবস্থা গ্রহণ করেছিল বলে তুমি মনে কর,ব্যাখ্যা কর।
৬। কৃষি শিক্ষক জয়নাল সাহেব তার ছাত্রদেরকে উদ্ভিদের পুষ্টি উপাদান সম্পর্কে পড়ালেন। তিনি বলেন, উদ্ভিদের জীবন চক্রে বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা অপরিসীম। তবে সকল ধরনের পুষ্টি উপাদান উদ্ভিদের জীবন চক্রে সমান ভাবে গুরুত্বপূর্ণ।
ক. পুষ্টি উপাদান কাকে বলে?
খ. গাছের জন্য পুষ্টি উপাদান অত্যাবশ্যকীয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্ভিদের জীবনচক্রে নাইট্রোজেনের গুরুত্ব বিশ্লেষণ কর।
ঘ. উদ্ভিদের জীবনচক্রে ফসফরাস ও পটাশিয়ামের অভাবজনিত লক্ষনগুলো বিশ্লেষন কর।
৭। গবাদি পশুকে সুষম খাদ্য খাওয়ানো অনেক জরুরী। হামিদ আলীর খামাওে ৪টি গাভী আছ্ েসে গাভীগুলোকে প্রতিদিন সুষম খাদ্য দিয়ে থাকে।  তালিকা-
উপাদান    পরিমান
সবুজ কাঁচা ঘাস    ১৫-২০ কেজি
শুকনা খড়    ৩-৫ কেজি
দানাদার খাদ্য    ২-৫ কেজি
লবন    ৫৫-৬০ গ্রাম
ক. সুষম খাদ্য কি?
খ. গাভীকে সুষম খাদ্য খাওয়ানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. হামিদ আলীর গাভীর ১ সপ্তাহের খাবারের তালিকা তৈরী কর।
ঘ. হামিদ আলীর তৈরী খাদ্যর গুরুত্ব বিশ্লেষন কর।
৮। শ্যামল বাবু তার পারিবারিক চাহিদা মিটানোর জন্য বাড়ির পাশে স্বল্প জমিতে টমেটো ও ফুলকপি চাষ শুরুকরলেন। এছাড়া বাড়ির পিছনে তার পাঁচ বছরের পুরানো একটি আমের বাগান রয়েছে। শ্যামল বাবু আম বাগানে যে সেচ পদ্ধতি প্রয়োগ করে সফলতা লাভ করেন। সে সেচ পদ্ধতি তিনি সবজি ক্ষেত্রেও প্রয়োগ করেন। এতে সবজি বাগানে সমস্যা দেখা দেয়।
ক. পানি সেচ কেন দেওয়া হয়?
খ. সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির একটি প্রযুক্তি ব্যাখ্যা কর।
গ. শ্যামল বাবু যে সেচ পদ্ধতি প্রয়োগ করে চাষে সফলতা পান তা ব্যাখ্যা কর।
ঘ. শ্যামল বাবু কিভাবে সবজি ক্ষেতে সমস্যা সমাধান করবেন, তা বিশ্লেষন কর।
৯। পহেলা বৈশাখে রুমা ও রনি রমনার বটমূলে নববর্ষের অনুষ্ঠান দেখতে গিয়েছিল। সেখানে তারা নানা আয়োজন দেখে মুগ্ধ হয়। নববর্ষের বর্ণিল আয়োজন ও মেলার বিভিন্ন বাহারী জিনিস পত্র তাদের মন কেড়ে নেয়।
ক.কোন মাসকে মধু মাস বলা হয়?
খ. বাঙ্গালি জাতি কিভাবে গঠিত হয়েছে? ব্যাখ্যা কর।
গ. রুমা,রনির দেখা নববর্ষ তোমার এলাকায় কিভাবে পালন করা হয়,ব্যাখ্যা কর।
ঘ. তোমার দেখা গ্রাম্য মেলার সাথে রুমা ও রনির দেখা মেলার তুলনা কর।





 ঊহুনির্বাচনী অভীক্ষা  কৃষি ৮ম
১। নিচের কোনটি ঔষধি উদ্ভিদ?
ক. ধান খ. পাট গ. অ্যালোভেরা  ঘ. বাঁধাকপি
২। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা কয়টি?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৩। কোনটি ঋতু নির্ভর ফসল.
ক. বাঁশ খ. বেত গ. পাট ঘ. কাঠ
৪।  প্রধানত কৃষি মৌসুমে কতটি
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫। বাংলাদেশে কত ধরনের ধান উৎপন্ন হয়।
ক. ১০০ খ. ২০০ গ. ৩০০ ঘ. ৪০০
৬। নিচের কোনটি ঋতু নিরপেক্ষ ফল
 র. কলা       রর. পেঁপে       ররর. আম
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৭। ভিয়েতনাম থেকে আসা ফলের নাম কি?
ক. কমলা খ. আপেল  গ. ড্রাগন ফল  ঘ. নাশপাতি
৮। কোনটি শিল্পের কাঁচামাল
ক. নিম খ. নীল গ. তুলসী  ঘ. শতমূলী
৯। কোনটি উদ্যান ফসল?
ক. ধান খ. গম গ. আখ ঘ. আদা
১০। প্রসাধনী তৈরীতে কোনটি ব্যবহৃত হয়?
ক. নিম খ. নীল গ. তুলসী  ঘ. শতমূলী
১১। মিঠা পানিতে চাষ হয় কোনটি?
ক. বাগদা  খ. গলদা গ. চ্যাপা ঘ. গ্যাদা
১২। হালখাতা করা হয় কোনটিতে
খ. নববর্ষ খ. নবান্ন গ. মেলা ঘ. পালাগান
১৩। অর্থকরী ফসল কোনটি?
ক. ধান খ. পাট গ. গম ঘ. আলু
১৪। বাংলাদেশে সেচ প্রকল্প কয়টি?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
১৫। কতভাবে সেচের পানি অপচয় হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৬। সমতল জমিতে কোন সেচ সুবিধাজনক?
ক. লালা খ. প্লাবন গ. বর্ডার ঘ. ফোয়ারা
১৭। সেচ পদ্ধতি কতটি?
১৮। কীটনাশক কত অংশ ব্যবহার করা হয়?
ক. ৫% খ. ৩% গ. ২% ঘ. ১%
 ১৯। সবুজ সার কত সপ্তাহে পচে?
ক. ৬ খ.৪ গ. ২ ঘ. ৩
২০। উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি?
ক. ১১ খ. ১৪ গ. ১৭ ঘ. ১৯
২১। শর্করা জাতীয় পুষ্টির উৎস কোনটি?
ক. খৈল খ. ডাল গ. গুড়া ঘ. গম
২২। কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি?
ক. শর্করা খ. আমিষ গ. ভিটামিন ঘ. লবন
২৩। উদ্ভিদের সবুজ কনিকা গঠন কওে কোনটি?
ক. সালফার খ. ক্যালসিয়াম গ. ফসফরাস ঘ. পটাশিয়াম
২৪। গাছকে ঘন সবুজ রাখে
ক. ফসফরাস খ. নাইট্রোজেন গ. সালফার ঘ.লৌহ
২৫। উদ্ভিদের রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াই কোনটি?
ক. পটাশিয়াম খ. ক্যালসিয়াম গ. ফসফরাস ঘ. দস্তা
২৬। সালোক সংশ্লেষণে সহায়তা করে কোনটি?
ক. পটাশিয়াম খ. ক্যালসিয়াম গ. ফসফরাস ঘ. ম্যাগনেশিয়াম
২৭। আমিষের উৎস কোনটি?
ক. ডাল খ. গম গ. খৈল ঘ. খড়
২৮। কোনটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন করে?
ক. চর্বি খ.শর্করা গ. আমিষ ঘ. পানি
২৯। চর্মরোগ প্রতিরোধ করে কোনটি?
 ক. চর্বি খ.শর্করা গ. আমিষ ঘ. ভিটামিন
৩০। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
ক. ভিটামিন খ. খনিজ পদার্থ গ. শর্করা ঘ. আমিষ
৩১। শর্করার উৎস কোনটি?
ক. ডাল খ. গম গ. খৈল ঘ. খড়
৩২। কোনটির অভাবে ফুলের কুড়ি পড়ে যায়
ক. পটাশিয়াম খ. ক্যালসিয়াম গ. লৌহ  ঘ. নাইট্রোজেন
৩৩। গাছ খর্বাকৃতি হয় কিসের অভাবে?
ক. দস্তা  খ. ক্যালসিয়াম গ. ফসফরাস ঘ. ম্যাগনেশিয়াম
৩৪। কিসের জন্য শিম পাতা হলুদ হয়?
ক. পটাশিয়াম খ. ক্যালসিয়াম গ. আয়রন ঘ. ম্যাগনেশিয়াম
৩৫। সবুজ রং বিবর্ণ হয় কোনটির অভাবে?
ক. নাইট্রোজেন খ. গন্ধক গ.জিংক ঘ. আয়রন
 ৩৬। পাতা আগাম ঝড়ে পড়ে কোনটির অভাবে ?
ক. পটাশিয়াম খ. ফসফরাস  গ. সালফার ঘ. নাইট্রোজেন 
৩৭। কিসের অভাবে কোষ বিভাজন বিঘœ সৃষ্টি হয়?
ক. নাইট্রোজেন খ. দস্ত া গ. ফসফরাস ঘ. গন্ধক
৩৮। ধান গাছের পাতা সাদা হয় কিসের অভাবে?
ক. পটাশিয়াম খ. সালফার গ. ফসফরাস ঘ. দস্তা
৩৯। উদ্ভিদের মূখ্য পুষ্টি উপাদান কতটি?
ক. ৮ খ. ৯ গ.১৭ ঘ. ১১
৪০। কোনটি মূখ্য পুষ্টি উপাদান?
ক. লৌহ খ. তামা গ. কার্বন ঘ.বোরন

১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬ অষ্টম শ্রেণি বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান


১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬
অষ্টম শ্রেণি
বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান
সময়: ২ ঘন্টা ১০                            মিনিট  পূর্ণমান: ৬০
যেকোন ৬টি প্রশ্নের উত্তর দাও:
১। জাহির সাহেব চাকরির সুবাদে সপ্তাহে তিনদিন বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে পাড়ার বখাটেরা তার মেয়েকে উত্ত্যক্ত করতে লাগল। তাই জাহির সাহেব তার ১৪ বছরের মেয়ের বিয়ে ব্যবস্থা করল। গ্রামের চেয়ারম্যান বাধা দিলেন আর বললেন বাল্য বিবাহ খুবক্ষতিকর।
ক. যৌতুক কি?
খ. মাদকা সক্তি বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে জাহির সাহেবের এরুপ সিদ্ধান্ত নেওয়ার কারন সনাক্ত কর।
ঘ. বাল্যবিবাহ সম্পর্কে চেয়ারম্যানের উক্তিটি মূল্যায়ন কর।
২। ৮ম শ্রেণির মেধাবি ছাত্রী নীলা পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে পারদর্শি । বয়স অনুযায়ী অনেক কিছু সহজেই আয়ত্ত করতে পারে। তার এই বিশেষ ক্ষমতা অনেকেই বুঝতে পারেনা। কিন্তুু এ ধরনের শিশুদের মেধা বিকাশের জন্য প্রয়োজন উন্নত পরিবেশ।
ক. আটিস্টিক শিশুর সমস্যার নাম কি?
খ. বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বলতে কি বুঝায়?
গ. নীলার পারদর্শিতার কারন ব্যখ্যা কর।
ঘ. উপযুক্ত পরিবেশেই মেধাবিদের সুস্থ্য বাক্তিত্ব, উক্তিটি বিশ্লেষন কর।
৩। মামুন একটি ব্যাংকে চাকরি করে তার প্রায়ই ঠান্ডা লেগে সর্দি কাশি হয়। বিশেষ করে গ্রীষ্মকালে বেশি হয়। সে এ সময় রুমাল বেশি ব্যবহার করে।
ক. শালদুধে কী থাকে?
খ. স্যালাইন খাওয়ানোরনিয়ম উল্লেখ কর।
গ. মামুনের এ রোগের সময় করনীয় কী? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মামুনের আচরনকে সমর্থন করো, ্উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৪। ফাহিম ১৩ বছরের বয়সের কিশোর। ইদানিং তার মা লক্ষ্য করছেন সে ঠিকমতো খায়না এবং কারো সাথে মিশতেও পারছেনা। তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানালেন তার বয়:সন্ধিকাল চলছে। এ সময় তাকে পরিবার থেকে সহযোগিতা করা উচিত।
ক. গ্রোথ হরমোন কি?
খ. হরমোন নি:সরন যথাযথ ভাবে না হলে কি হয়?
গ. ফাহিমের আচরনগত পরিবর্তনের কারন কি ? ব্যাখ্যা কর।
ঘ. বয়:সন্ধিকালে পরিবেশের সহযোগিতা গুরুত্ব পূর্ণ তা ব্যাখ্যা কর।




৫। সোমার বয়স ১৪ বছর। ইদানিং সোমার সাজগোজের প্রতি বেশ আগ্রহ বেড়ে গেছে। মায়ের শাড়ি পড়ে আয়নায় বার নিজের চেহারা দেখে। এবং টিভির প্রতি আকর্ষন বেড়ে গেছে। মা বিষয়টি বুঝতে পেরে সোমার সাথে এ ব্যাপারে কথা বলে।
ক. গ্রন্থি কী?
খ. শারীরিক পরিবর্তনের জন্য কোন রাসায়নিক পদার্থ দায়ী ব্যাখ্যা কর।
গ. সোমার পরিবর্তনের কারন ব্যাখ্যা কর।
ঘ. সোমার ক্ষেত্রে মায়ের সহযোগিতা কতটুকু কার্যকর, মূল্যায়ন কর।
৬।  রিপনের জ¦র দশদিন হয়। খাবার রুচি কমে যায়। শ^াসের গতি বেড়ে যায়। কারো সাথে কথা বলেতে চায়না। মা ডাক্তারের কাছে নিলে তিনি রোগ নির্ণয় করেন।
ক. অপরিচ্ছন্ন পরিবেশ কার জন্য নিরাপদ নয়।
খ. রোগির পরিচর্যা বলতে কি বুঝ?
গ. রিপনের শ^াস প্রশ^াসের গতি কিভাবে রেকর্ড করবে, ব্যাখ্যা কর।
ঘ. চিকিৎসার পাশাপাশি রোগের মানসিক যতœ সমগুরুত্বপূর্ণ ,ব্যাখ্যা কর।
৭। মিসেস লাকি একজন দরজি । তার ঘরে পিন, সুই যেখানে সেখানে পড়ে থাকে। বাচ্চারা প্রায়ই হাত পা কেটে ফেলে। বাচ্চাদের দিকে নজর রাখতে গিয়ে তার প্রচুর বিলম্বিত হয়। কাস্টমারদের তিনি যথা সময়ে কাপড় দিতে ব্যর্থ হন।
ক. ফাস্ট এইড বক্স কাকে বলে?
খ. শরীরের তাপ কিভাবে নির্ণয় করা যায়,লিখ।
গ. মিসেস লাকির বাচ্চাদের দূর্ঘটনামুক্ত রাখার উপায় ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে সর্বশেষ পরিস্থিতি হওয়ার পিছনে যে কারন তা বিশ্লেষন কর।
৮। মিতু যৌথ সম্পদ ব্যবহার বিষয়ে বেশ সচেতন। তাদের পরিবারের সকলে মিলে প্রয়োজন অনুসারে টয়লেট ব্যবহার করে , এবং পত্রিকা পড়ে। মিতুর চাচা দিনের অধিকাংশ সময় টেলিফোন ব্যস্ত রাখেন। ফলে মিতুরা অনেক গুরুত্বপূর্ণ খবর পেতে ব্যর্থ হন।
ক. যৌথ সম্পদ কাকে বলে?
খ. টয়লেট ব্যবহারের নিয়ম ব্যাখ্যা কর।
গ. মিতুদের টেলিফোন সর্বোত্তম ব্যবহারের উদ্দেশ্যে যুক্তি সহ একটি নীতিমালা প্রণয়ন কর।
ঘ. পরিবারের সদস্যদের পত্রিকা ভাগ করে পাঠ করার গুরুত্ব মূল্যায়ন কর।
 ৯। গৃহকর্তী শিমু একাই ঘরে কাজ সুন্দর ও নিখুঁত ভাবে সম্পন্ন করেন। প্রায়ই তিনি উপুড় হয়ে ঘর ঝাড়– দেন। ইদানিং তিনি কোমরে ব্যাথ্যা অনুভব করছেন। শিমুর শাশুড়ি বিষয়টি বুঝতে পেরে শিমুকে বললেন সঠিকভাবে কাজ করলে কাজ সহজও শক্তির অপচয় কম হয়।
ক. বাজেট কি?
খ. সম্পদের সীমাবদ্ধতা বলতে কি বুঝ?
গ. শিমুরকোমার ব্যাথা হওয়ার কারন ব্যাখ্যা কর।
ঘ. শিমুর শাশুড়ির পরামর্শটি বিশ্লেষণ কর।



ঊহুনির্বাচনী অভিক্ষা . গ্রাহর্স্থ ৮ম
গবগুলো প্রশ্নের উত্তর দাও
১। কোনটি মানবীয় সম্পদ
ক. অর্থ  খ পার্ক  গ. শক্তি  ঘ. গয়না
২। গৃহ সম্পদকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩। কী অনুযায়ী কাজের অগ্রাধিকার দিতে হয়?
ক. বয়স খ.  সময়  গ. গুরুত্ব ঘ. চাহিদার
৪। সব সম্পদেরই কম বেশি কোনটি রয়েছে?
ক. চাহিদা  খ. মূল্য গ. সীমাবদ্ধতা ঘ. উপাকারিতা
৫। সবার জন্য সমান সম্পদটি হলো
ক. সময় খ. সাহস  গ. দক্ষতা ঘ. শক্তি
৬। সম্পদের সাথে সাদৃশ্যপূর্ণ
র. শক্তি      রর. চাহিদা       ররর. সময়
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৭। কিসের ভিত্তিতে আমাদের চাহিদা তৈরী হয়?
ক. উদ্দেশ্য খ. বাজেট গ. অর্থ ঘ. পরিকল্পনা
৮। জীবানু নাশক দ্রব্য কোনটি?
ক. গজ  খ. স্টিকিং গ. স্পিরিট ঘ.ব্যান্ডেজ
৯। সাপ কামড়ালে কয়টি বাধন দিতে হয়।
ক. ১ খ. ২ গ. ৩ ঘ.৪
১০। মৌমাছি কামড়ালে কোনটির রস লাগাতে হয়
ক. পিয়াজ খ. রসুন  গ. আদা ঘ. হলুদ
১১। নিচের কোনটি ফাস্ট এইড বক্সের যন্ত্র
ক. দা খ. ছুরি গ. বঁটি ঘ. গামলা
১২। নখ ডেবে যাওয়া কোন ধরনের দূর্ঘটনা
ক. ছোট খ. বড় গ. মাঝারি ঘ. অসতর্ক
১৩। পানিতে কেউ ডুবলে কি দিতে হয়।
ক. রশি খ. লোহা  গ. ছুরি ক. কলস
১৪। নিচের কোনটি সংক্রামক রোগ-
ক. বসন্ত খ. হাম গ. পাঁচড়া ঘ. হৃদরোগ
১৫। রোগির খাবার যে ধরনের হতে হয়
র. দামি      রর. সহজপাচ্য       ররর. টাটকা
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
১৬। নলের ভিতরের তরল পদার্থ মূলত
ক. পানি খ. পারদ গ. তেল  ঘ. গ্লু
১৭। নিচের কোনটি রোগির কক্ষে রাখা উচিত নয়
ক. প্লেট খ. ওয়াটার হিটার গ. সেলাই মেশিন  ঘ.ফুলদানি
১৮। গ্রন্থি কী?
ক. একগুচ্ছ কোষ খ. শারিরীক পরিবর্তন গ. রক্তপ্রবাহ ঘ. হরমোন
১৯। দক্ষতা অর্জনের উপযুক্ত বয়স কোনটি?
ক. বাধ্যর্ক্য খ যৌবন গ. কৈশর ঘ. বয়:সন্ধিক্ষন 
২০। মেয়েদের যৌন লক্ষন প্রকাশ পায় কোনটিতে?
ক. শুক্রাশয় খ. ডিম্বাশয় গ. অন্ন্যাশয় ঘ. মস্তিষ্ক
২১। প্রসংশার ফলে কি বাড়ে?
ক. মনোযোগ খ. জ্ঞান  গ. বুদ্ধি ঘ. দক্ষতা
২২। গোনাডোট্রপিক হরমোন কোন অঙ্গকে পূর্ণতা দেয়?
২৩। জন্মের পর শিশুকে কি খাওয়াতে হয়?
ক. মধু  খ. গাভীর দুধ গ. চিনি ঘ. শালদুধ
২৪। পোলিও রোগের টিকার নাম কি?
ক. টিটি  খ. বিসিজি গ. ওপিভি ঘ.ভ্যাকসিন
২৫। যক্ষা রোগে কোনটিকা দেওয়া হয়?
ক. টিটি  খ. বিসিজি গ. ওপিভি ঘ.ভ্যাকসিন
২৬। পোলিও ভাইরাস কোথায় আঘাত হানে?
ক. মাংস পেশিতে খ. হাড়ে গ. যকৃতে ঘ. কিডনিতে
২৭। বাসি পঁচা খাবার কোন রোগের কারন?
ক. ডাইরিয়া খ. জ¦র  গ. হাম ঘ. মাম্পস
২৮। শিশুদের একটি মারাতœক স্বাস্থ্য সমস্যা কি?
ক . কৃমি খ. হাম গ. যক্ষা ঘ. কাশি
২৯। শিশুরা কত ধরনের কৃমি দ্বারা আক্্রান্ত ?
ক. ৩ খ. ৫ গ. ২ ঘ. ৪
৩০। যক্ষা কিভাবে ছড়াই?
ক. বাতাসে  খ. পানিতে গ. ব্যাকটেরিয়া ঘ. ভাইর্সা
৩১। মাম্পস রোগ আক্রমন করে-
র. শুক্রাশয়      রর. অগ্ন্যাশয়     ররর. চোখ
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৩২। সর্দি ও কাশির কারন
র. আলার্জি       রর. ইনফেকশন       ররর. জ¦র  
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৩৩।  কোন রোগে বিপাক ক্রিয়া বৃদ্ধি পায় ?                   
ক. ডাইরিয়া খ. জ¦র  গ. হাম ঘ. মাম্পস
৩৪। স্যালাইনে থাকে-
 র. সোডিয়াম নাইট্রেট       রর. পটাশিয়াম ক্লোরাইড        ররর. বিশুদ্ধপানি   
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৩৫। বিসিজি টিকা দেওয়ার কতদিন পর টিকার স্থান লাল হয়?
ক. ৭     খ. ১৪     গ. ২১     ঘ. ২৮
৩৬। অধিক হারে অটিজমে আক্রান্ত হয় কারা
ক. মেয়েরা খ. বৃদ্ধরা  গ. ছেলেরা  ঘ. শিশুরা
৩৭। বিশ^ অটিস্টিক দিবস কবে?
ক. ২১ ফেব্রুয়ারী  খ. ৮ই মার্চ গ. ২রা এপ্রিল ঘ. ১৬ই ডিসেম্বর
৩৮। বুদ্ধি পরিমাপের এককটি বলে?
ক. বুদ্ধাংক  খ. গুননাংক গ. সাফলাংক  ঘ. পরিমাংক
৩৯। মাদকাসক্তির ক্ষতিকর দিক কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪০। কবে যৌতুক নিরোধ আইন পাস হয়?
ক. ১৯৭৪ খ. ১৯৭৬ গ. ১৯৭৯ ঘ. ১৯৮০










Wednesday, March 29, 2017

১ম মডলে টস্টে পরীক্ষা-২০১৬ সপ্তম শ্রণেি বষিয়: র্গাহস্থ্য বজ্ঞিান বহুনির্বাচনী প্রশ্ন: সপ্তম গ্রার্হস্থ্য

১ম মডলে টস্টে পরীক্ষা-২০১৬
সপ্তম শ্রণেি
বষিয়: র্গাহস্থ্য বজ্ঞিান
বহুনির্বাচনী প্রশ্ন: সপ্তম  গ্রার্হস্থ্য
১। কোন বিষয়টি যেকোন কাজের মূলনীতি?
ক. পরিকল্পনা খ. সংগঠন গ. নিয়ন্ত্রন ঘ. মূল্যায়ন
২। গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ স্তর কোনটি
ক. পরিকল্পনা খ. সংগঠন গ. নিয়ন্ত্রন ঘ. মূল্যায়ন
৩। সম্পদ কিসের হাতিয়ার?
ক. সাফল্য অর্জনের খ. সৌন্দর্য অর্জনের গ. চাহিদা পূরুনের ঘ. প্রতিষ্ঠা লাভের
৪। বস্তুগত সম্পদ গুলো হলো।
র. জমিজমা      রর. শক্তি          ররর. অর্থ
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৫। প্রধান গৃহ সম্পদ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৬। সময় ও শক্তি বাচাতে তার ব্যবহার করা প্রয়োজন?
র. বৈদ্যতিক ইস্ত্রি      রর. প্রেসার কুকার       ররর. ফিল্টার 
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৭। গৃহ সামগ্রী ক্রয়ের নীতি কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৮। গৃহসামগ্রী আমাদের কাজ কে করে?
র. সহজ      রর. আরামদায়ক      ররর. হ্রাস
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৯। কারা ভোক্তাকে ঠকায়?
ক. ক্রেতা  খ. উৎপাদক গ. সংরক্ষক ঘ. বিজ্ঞাপনী সংস্থা
১০। ভোক্তার কয়টি মৌলিক অধিকার রয়েছে?
ক. ৪টি খ ৫টি গ. ৬টি ঘ. ৭টি
১১। পরিস্কার করার কাজে লাগে কোনটি?
ক. ঝাড়– খ. ইস্ত্রি গ. কাঁচি ঘ. বালতি
১২। রং দেখার জন্য কি প্রয়োজন?
ক. রঙ্গিন বস্তু  খ. নিদির্ষ্ট বস্তুু গ. শিল্প উপাদান ঘ. আলো
১৩। কোন কিছুর সামগ্রিক গঠনকে কি বলে?
ক. জমিন খ. আকার গ. রং ঘ. রেখা
১৪। কোন টি শীতল রং?
ক.নীল খ. লাল গ. হলুদ ঘ.কমলা
১৫। জ্যামিতিক আকার
র. চতুর্ভূজ     রর. ত্রিভুজ      ররর. হ্রাস
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
১৬। শিল্পনীতি কতটি?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
১৭। শিল্পের কোন নীতিটির অনুধাবনের ব্যাপার রয়েছে?
ক. সমানুপাত খ. ভারসাম্য গ. ছন্দ ঘ. প্রাধান্য 
১৮। ইকে, অর্থ কী?
ক. ফুল খ. তাজা গ. ফুলদানী ঘ. সাজানো
১৯। বিকাশ অর্থ কি?
ক. গুনগত পরিবর্তন  খ. আচরনগত পরিবর্তন
গ. অবস্থান গত পরিবর্তন  ঘ. পরিমানগত পরিবর্তন
২০। শিশুর শারিকির বিকাশকে নির্দেশ কোনটি কোনটি?
ক. কল্পনা শক্তি খ. আনন্দ প্রকাশ গ. আকৃতির পরিবর্তন ঘ. সমবেদনা
২১। শিশুর সামাজিক বিকাশের অন্তর্ভুক্ত কোনটি
ক. ভয় খ. স্মরনশক্তি গ. হৃদস্পন্দন  ঘ. সমবেদনা
২২। শিশুর আবেগিয় বিকাশ হলো
র. স্মরন শক্তি      রর. সমস্যা সমাধানের ক্ষমতা      ররর. উদ্বেগ 
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২৩। শিশুর প্রথম শিক্ষক কারা
র. বাবা         রর. মা       ররর. পরিবারের সদস্য 
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২৪। শিশুর সার্বিক বিকাশে কোনটি গুরুত্বপূর্ণ?
ক. খেলাধুলা খ. পড়াশোনা গ. যতœ ঘ. ঘুম
২৫। বৈশিষ্ট্যের ভিত্তিতে খেলা কত প্রকার?
ক. ২ খ. ৩  গ. ৪ ঘ. ৫
২৬। স্থানভেদে খেলা কত প্রকার
ক. ২ খ. ৩  গ. ৪ ঘ. ৫
২৭। কোনটি অভ্যন্তরীন খেলা ?
ক. ফুটবল খ. গোল্লাছুট গ. বাগাডুলি ঘ. কাবাডি
২৮। অভ্যন্তরীন খেলার মাধ্যমে শিশূর বিকাশ ঘটে?
র. অঙ্গ সঞ্চালন মূলক দক্ষতার  রর. বুদ্ধিমত্তার        ররর. সৃজন শীলতার  
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২৯। অতিরিক্ত শক্তি দেহে কি হিসাবে  জমা থাকে?
ক. শর্করা খ. আমিষ গ. মেদ  ঘ. পানি
৩০। দলগত খেলাধুলা কি সৃষ্টি করে
র. বিষন্নতা     রর. দক্ষতা        ররর. সময়ানুবর্তিতা  
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৩১। বিশ^ প্রতিবন্ধি দিবস কবে?
ক. ২ই ডিসেম্বর খ. ৩ই ডিসেম্বর গ. ৪ই ডিসেম্বর ঘ. ৫ই ডিসেম্বর
৩২। প্রতিবন্ধকতা কয় প্রকার?
ক. ৪     খ. ৫     গ. ৬    ঘ. ৭
৩৩। পৃথিবীর মোট জনসংখ্যার কতভাগ প্রতিবন্ধি?
ক. ৪০  খ. ৩০ গ. ২০ ঘ. ১০
৩৪। ভিটামিন ‘এ’ এর অভাবে কি হয়?
ক. রাতকানা খ. বধির  গ. হতাশা  ঘ. বুদ্ধিহীন
৩৫। আমাদের সমাজে কারা অবহেলিত?
ক.নারী খ. পুরুষ গ. বৃদ্ধ ঘ. প্রতিবন্ধি শিশু
৩৬। মানবাধিকার সনদে কতটি শিশুর কল্যান নিশ্চিত করা হয়েছে?
ক. ৩৯ খ. ৪৫ গ. ৫১ ঘ. ৫৪
৩৭। শিশুর অধিকার নিশ্চিত করার কাজে নিয়োজিত
র. সরকার      রর. রাষ্ট্র       ররর. এনজিও 
নিচের কোনটি সঠিক
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৩৮। শিশুর বয়স কত ধরা হয়?
ক. ১৪ খ. ১৬ গ. ১৮ ঘ. ১৯
৩৯। শিশুর শিক্ষার ব্যবস্থা করবে কে?
ক. রাস্ট্র খ. সরকার গ. পরিবার ঘ. সমাজ
৪০। শিশু অধিকার সনদ কবে পাশ হয়?
ক. ১৯৮৯ খ. ১৯৯০ গ. ১৯৯১ ঘ. ১৯৯২

১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬ সপ্তম শ্রেণি বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান

১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬
সপ্তম শ্রেণি
বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান
সময়: ২ ঘন্টা ১০                            মিনিট  পূর্ণমান: ৬০
যেকোন ৬টি প্রশ্নের উত্তর দাও:
১। কেয়া তার গৃহকর্মীকে স্কুলে পাঠান। তিন জানেন সকল শিশুর সমান অধিকার রয়েছে। কেয়াদের দালাল তৈরীর কাজ করে ১৭ বছর জাহিদ। একদিন পুরনো কিছু রড সে চুরি করলে সবাই তাকে মারধর করেন। কেয়া সবাইকে বললেন তাকে না মেরে শিশোর সংশোধনী প্রতিষ্ঠানে পাঠাতে।
ক. জাতিসংঘ সনদে কতটি ধারা আছে?
খ. ঝুকিপূর্ণ শিশুশ্রম বলতে কি বুঝায়?
গ. কেয়ার গৃহকর্মীকে স্কুলে পাঠাবার কারন ব্যাখ্যা কর।
ঘ. জাহিদের জন্য নেওয়া কেয়ার পদক্ষেপটির যথার্থতা ব্যাখ্যা কর?
২। পাঁচ বছরের আয়েশা বাক প্রতিবন্ধী। সে কথা বলার সময় তোতলায়। তার মা মিসেস রেহেনা তাকে বিশেষ যতœ করেন।বেশি বেশি কথা বলেন ও সময় দেন। অন্যদের সাথে মিশতে দেন। তিনি জানেন শিশুকে প্রশিক্ষন দিলে ও তার প্রতি মনোযোগি হলে প্রতিবন্ধিতা হ্রাস করা যায়।
ক. আমাদের জনসংখ্যার কতভাগ প্রতিবন্ধী?
খ. বাক প্রতিবন্ধী বলতে কি বুঝ?
গ. মিসেস রেহেনা কীভাবে আয়েশার প্রতি বিশেষ যতœ নেন , ব্যাখ্যা কর।
ঘ. আয়েশার প্রতিবšিধতা হ্রাসে তার মায়ের ভূমিকা আলোচনা কর।
৩। রিজভী সব সময় বহিরাঙ্গনে খেলাধুলা করে। ফলে তার শরীরে অতিরিক্ত চর্বি ও মেদ জমেনা। রিজভীর বন্ধু রেদোয়ান কম্পিউটার গেমস খেলে। দিন দিন সে মোটা হয়ে যাচ্ছে। কাজ করলেও দূর্বল হয়ে পড়ে।
ক. শিশু কখন থেকে খেলে?
খ. শখ পূরুনের বিভিন্ন মাধ্যম বর্ণনা কর।
গ. রিজভী কোন ধরনের খেলাধুলা করে? এগুলো শারিরিক  বিকাশে যেভাবে সহায়তা করে তা বর্ণনা কর।
ঘ. রেদোয়ানের জন্য বহিরাঙ্গনের খেলার প্রয়োজনীয়াত বিশ্লেষণ কর।
৪। রীতার মা রীতার নিরাপত্তার ব্যাপারে বেশ সচেতন রীতাকে তিনি সঠিক আচরন ও নিয়মনীতি শিক্ষা দেন। কারন তিনি মনে করেন। পরিবারই শিশুর প্রাথমিক শিক্ষাকেন্দ্র। তিনি রীতিকে পারিবারিক আলোচনায় সিদ্ধান্ত গ্রহন, মতামত প্রদানের সুযোগ দেন।
ক. শিশুর বিকাশে প্রথম ও দীর্ঘস্থায়ী ক্ষেত্র কোনটি?
খ. শিশুর সুস্থ্য বিকাশে মায়ের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. রিধা কিভাবে গৃহে প্রাধান্য বিস্তার করে বর্ণনা কর।
ঘ. রীতার পরিবারই তার প্রাথমিক শিক্ষা কেন্দ্র, উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা আলোচনা কর।




৫। নিলার গৃহের কক্ষগুলো বেশ বড় বড়। ফলে আসবাব পত্রগুলো বিণ্যাসের পরও তা ফুটে ওঠেনা। তার ঘরের টেবিলের তুলনায় চেয়ার গুলো খুব ছোট। কোনো আসবাব বেশ লম্বা, কোনটি চওড়া, অসামঞ্জস্যপূর্ণ। তার প্রতিবেশি তাকে আসবাব সংস্থাপনে শিল্পনীতির প্রতি যতœশীল হতে বললেন।
ক. প্রাথমিক রং কোনগুলো?
খ. বর্ণচক্র বলতে কি বুঝ?
গ. নিলা তার কক্ষে আসবাব পত্রগুলো ফুটে ওঠার জন্য কি ধরনের রং ব্যবহার করবে এবং কেন?
ঘ. নিলার প্রতিবেশীর উক্তিটি কি যথার্থ ছিল বলে তোমার মনে হয়?
৬। সাজ্জাদ দোকান থেকে এক প্যাকেট নুডুলস, একটি সস, ও পাউরুটি কিনে বাসায় আনল। কিন্তুু বিক্রেতা তাকে কোন কিছুর ক্যাশ মেমো দেয়নি। বাসায় আনার পর দেখে প্রতিটি জিনিসের মান খুবই খারাপ। কিন্তুু সেগুলো ফেরত দিতে গেলে বিক্রেতা অস্বীকৃতি জানায়  এবং সেকোন ক্ষতিপুরুন আদায় করতে পারেনি।
ক. গৃহসামগ্রী কি?
খ. ভোক্তা দ্রব্য ক্রয় করে কেন?
গ. সাজ্জাদ কিভাবে দ্রব্য কিনলে ঠকবেনা?
ঘ. ভোক্তার ক্ষতিপূরন লাভ ও স্বাস্থ্যকর পরিবেশ লাভের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষন কর।
৭। মিতালী ছোট বোনের জন্মদিনে ঠিক করল বড় করে একটা পার্টির আয়োজন করবে। এজন্য সে বিভিন্ন পরিকল্পনা করে। সেসব পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ সুষ্ট সুনিশ্চিত।
ক. বাজেট কি?
খ. পরিকল্পনা বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
গ. মিতালী কীভাবে জন্মদিনের অনুষ্ঠান কার্যক্রম করে তুলতে পারবে, বর্ণনা কর।
ঘ. মিতালী যেভাবে কাজ করছে তোমার কি মনে হয় অনুষ্ঠানটি সে সফল ভাবে বাস্তবায়ন করতে পারবে?
৮। গ্রামে বসবাসকারী রহিমা খাতুন তার স্বল্প আয়ে সংসারের যাবতীয় চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে পূরুন করতে চেষ্টা করে। রান্না ঘর থেকে পানির চাপকল দূরে হওয়ায় তিনি পানি বালতিতে ভরে রাখেন । যার ফলে নিদির্ষ্ট সময়ের মধ্য তিনি রান্না শেষ করে বাচ্চাদের নিয়ে স্কুলে যান।
ক. সম্পদ কী?
খ. সম্পদের সীমাবদ্ধতা বলতে কি বুঝ?
গ. রান্নার পূর্বে রহিমা খাতুনের গৃহিত পদক্ষেপগুলো ব্যাখ্যা কর।
ঘ. রহিমা বেগম গৃহ সম্পদের যথাযথ ব্যবহার করেন, বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
৯। মিসেস সালেহা বেগম ও হালিমা খাতুন একই আয়তনের ফ্লাটে থাকেন। সালেহা বেগম তার বসার ঘরে আকাশি রংয়ের পর্দা ব্যবহার করেছেন। অন্যদিকে হালিমা খাতুন বসার ঘরে লাল রংয়ের ফুলের ছাপার পর্দা ব্যবহার করেছেন। এবং দরজার পাশে বড় আকারের একটি মাটির টব রেখেছেন। পাশের ফ্লাটের মারিয়া একদিন সালেহার বাসায় বেড়ানো শেষে হালিমার বাসায় এসে বললেন, তোমার বসার ঘরটি আর একটু বড় হলে ভালো হয় ।
ক. আলোর উৎস কি?
খ. অভ্যন্তরীন গৃহসজ্জা বলতে কী বোঝায়?
গ. সালেহা বেগম গৃহসজ্জায় কোনটিকে প্রাধান্য দিয়েছেন।ব্যাখ্যা কর।
ঘ. গৃহ সজ্জায় হালিমার পারদর্শিকতা বিশ্লেষন কর।

১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬ অষ্টম শ্রেনি বিষয়: গণিত (সৃজনশীল)

১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬
অষ্টম শ্রেনি
বিষয়: গণিত (সৃজনশীল)
সময়: ২ ঘন্টা ১০ মিনিট  পূর্ণমান: ৬০
ক- বিভাগ: পাটিগণিত
যেকোন ১টি প্রশ্নের উত্তর দাও:
১।কোন নিদির্ষ্ট সময়ের মুনাফা –আসল ৫৬০০টাকা এবং মুনাফা আসলের ২/৫ অংশ। বার্ষিক মুনাফার হার ৮ টাকা।
ক. মুনাফা কাকে বলে?
খ. মুনাফা নির্ণয় কর।
গ. সময় নির্ণয় কর।
২। কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ১৬২৫ টাকা ৫ বছরে মুনাফা আসলে ১৮৭৫ টাকা।
ক. ২ বছরের সরল মুনাফা কত?
খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর।
গ. একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে ২২৫০ টাকা হবে?
খ- বিভাগ বীজ গণিত
৩।   ী+ ১/ী = ৫ হলে
ক.  ী- ১/ী এর মান কত ?
খ. ী২+ ১/ী২ +২ এর মান কত?
গ. প্রমাণ কর যে,  ২ী৩+২ ১/ী৩  = ২২০
৪। ঢ়২-৪, ঢ়২+৪ঢ়+৪ এবং ২ঢ়২+ঢ়-৬ তিনটি বীজগানিতীয় রাশি।
ক. ১ম রাশির উৎপাদকে বিশ্লেষন কর।
খ. ১ম ও ২য় রাশির গ.সা.গু নির্ণয় কর।
গ. ২য় ও তয় রাশির ল.সা.গু নির্ণয় কর।
৫।




ক.  ট সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।


॥খ. (অটই) নির্ণয় কর।
গ. প্রমাণ কর যে, (অটঈ) ট (ই  অ)
গ- বিভাগ (জ্যামিতি)
৬। কোন সামান্তরিকের ২টি বিপরীত বাহু ৬ সে.মি ও  ৪ সে.মি ও একটি কোন ৬০ক্ক দেওয়া আছে।
ক. সামান্তরিক কাকে বলে?
খ. সামান্তরিকটি আঁক?
গ. বৃহত্তম কর্ণটির দৈর্ঘ কত সে.মি।
৭। চিত্রটি লক্ষ কর।



                        চিত্র  = ১সমকোন
ক. পিথা গোরাসের উপপাদ্যটি লেখ।
খ. প্রমাণ কর যে, অঈ২=অই২+ইঈ২
গ. সমকোনী ত্রিভূজে কয়টি সমকোন ও কয়টি সুক্ষকোন থাকে।
৮। চিত্রটি লক্ষ কর



ক. ব্যাস ও ব্যাসার্ধ্য কোনটি।
খ. প্রমাণ কর যে, বৃত্তের সকল ক কেন্দ্র থেকে সমদূরবর্তী
গ.   চছ, অঈ, ও ইঈ  জ্যা তিনটির পরিমাপ কর, বৃহত্তমটি কোনটি
ঘ - বিভাগ (পরিসংখ্যান)
৯। ১৪০ জন শিক্ষার্থীর গনিতে প্রাপ্ত নম্বরের সারনী দেওয়া হলো:
প্রাপ্ত নম্বর     ৩১-৪০    ৪১-৫১    ৫১-৬০    ৬১-৭০    ৭১-৮০    ৮১-৯০    ৯১-১০০
ছাত্র সংখা     ৮    ১৬    ৩০    ৩৮    ৩০    ১১    ৭
ক. প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় কর।
খ. সারনী থোক গড় নির্ণয় কর।
গ. সারনী থেকে আয়তলেখ আঁক।
ঘ. আয়তলেখ থেকে প্রচুরক বের কর।

1st Model Test Examination-2016 Class- vii Subject: English 2nd Pape



1st  Model Test Examination-2016
Class- vii
Subject: English 2nd   Paper
Time: 2 Hours                                                                     Marks: 50
1.Fill in the gaps with a,an  or the and put a cross (x) where no article needed.                                                                       4
An angry man is not liked even by a)----- idiot. There is a difference between b) ----- educated and c)----- uneducated. An educated person should come forward educate d)----- uneducated. On the other hand, e)----- rich man should have f)----- sympathy for g)------ poor. There is difference between h)----- poor man and a man.

2. Choose the correct preposition from the box and fill in the gaps.   4
for
of
in
out
on
by
utter
to
A fire broken a)----at Kamlapur b)----Sunday last. The fire was caused c) ----- an explosion in a factory. As soon as we informed the fire brigade d) ------ the matter. Several free engines rushed e)----the spot.
The fire brigade succeeded f)------ extinguishing the fire, g)----- four hours. A local newspaper reported that some people were injured h)----the fire.

3. Complete the text using the words given in the box as needed.      5
world
spacious
volley ball
current
believe
must
and
dailies
where
ample
My dear father,
In our hostel there are a)---- opportunities for indoor b)----outdoor games. The college authorities c)----that for good education a sound mind in a sound body is a d)---- As regards outdoor games, we have football,  e)---- cricket an hocky and as regards indoor games, we have carom and table tennis. A f)----- room has been set apart for the Hostel Common Room and there g)-----the indoor games are played. There is also a radio set in the Common Room and there is arrangement for the regular supply of English and Bengali h) -----there with these the borders can keep themselves abreast of the i)-----events of the j)-----.
Your affectionately,
Joy,
4.Make four sentences from the following substitution table:           4
Sincerity
be
not sometimes sincere.
The great men
The root of success of all work.
The poor people
Sincere to our work.
So, we should try to
Sincere to their work.

5. Change the sentence.                                                        5
a. He is a student. (Interrogative)
b. Every mother loves her child. (Negative)
c. He is the best boy in our classs. (Positive)
d. I eat rice. (Passive).
e. only Allah can help us.  (Negative)

6. Fill in the gaps with the right from of verbs in the brackets. Use the instructions in the brackets for the use of verbs:                            4
Dear X,
Today I a)---- (write) this letter in order to give you some valuable suggestion about the value of time so that you b)---- (finish)
Your work in time. If you turn the pages of history, it c)----- (be) clear to you that  the great men of the world d)----- (make) the best use of time. If they had not been catious, they e)----- (not become) great in life. So, tomorrow which you can do today, you h) ----- (be) never able to do it.
Yours ever
Y.
7. Use appropriate punchtuation marks and capital letters where necessary.                                                                            4
A hawker said “will you buy any paper?” “ I have several types o newspaper and magazine” “people take one from me sir” “ i buy paper but now I need a weekly one do you have any weekly magazine if you have give it to me” said mr klim.
8. Write an application to the chairman of your union council to sink a tubewell.                                                                           8
9. Write a compositon about “Newspaper.”                                 10

1st Model Test Examination-2016 Class- viii Subject: English 2nd Paper



1st  Model Test Examination-2016
Class- viii
Subject: English 2nd   Paper
Time: 2 Hours                                                                     Marks: 50
1.Use articles where necessary. Put a cross (x) where an article is not needed:
                                                                             5
Mr Hasan is an English a)-------- teacher. He is b)------ M.A. in English. He service in c)------ famous institution . He tries to lead d)----- honest life. He is e)----- most favorite teacher to f) ------ students.

2. Fill in the blanks with appropriate preposition:-                     5
to
in
from
 to
by
for
An honest man is true a)----- his word. He does not deviate b)------ the path of honesty. He knows that peace consists c)----- honesty. So, he does not fall a victim d)----- any greed. He has no ambition  e)----- worldly things . He is loved f)------ all.

3. Make five meaningful sentences from this substitution table.         5
We
is
become
Sick by drinking polluted water.
Clean
Polluted in many ways.
Water
Important for our health.
Polluted water
Harmful for us.

4. Rewrite the following in the reported speech.                         5
The travller said to the peasant, “Can you tell me the way to the nearest inn?” The peasant said, “Yes, I can. Do you want one in which you can spent the night?” The traveler said, “ I do not wish,to stay there, but I only want a meal.”

5. Change the following sentences as directed in the brackets. 5
i. Every mother loves her child.(Neg)
ii. Only he can do this work. (Neg)
iii. It is a cow. (interrogative).
iv. She reads a book. (passive)
v. He is the best player in our team. (positon)
vi. Tamim was taller than Rahi. (Superlative)
vii. The cow gives us milk. (passive)
viii. The Padma is the largest river. (comperativ)
ix. Man is mortal. (Neg)
x. Nobody believes a liar. (Interrogative)

 6.  Rewrite the sentences using Punctuations and Capital letters.       5
haven’t you heard the name of kazi nazrul islam very few poets in bengali iliterature are as famous as nazrul islam nazruls writing  were full of hope and aspiration.

7. Fill in each gap using suffix or prefix with suitable word form the box.                                                                              5
An Ideal student is a)care about his b) responsible. He is a c) follow of  great men who became d) success in e) world life. He has f) able to be successful because he is g) merit and h) industry.

8. Fill in the blanks with right from of verbs from the list:
contribute
kill
come
flee
be
take
get
have

Today we a) ----- a free nation. We b) ----- to take great pains to gain freedom. Our War of Liberation c)------ place in 1971. People of all walks of life. d)---- forward and e)----- involved in the war directly or indirectly.  Many a man e)----- in the battle field. They g)----- from the battle field. Rather all of them h) much to achieve independence.

9. Write an e-mail to your friend inviting him/her to attend the picnic.5

10. Composition: Physical exercise                                                10