Friday, March 31, 2017
১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬ অষ্টম শ্রেণি বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান
১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬
অষ্টম শ্রেণি
বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান
সময়: ২ ঘন্টা ১০ মিনিট পূর্ণমান: ৬০
যেকোন ৬টি প্রশ্নের উত্তর দাও:
১। জাহির সাহেব চাকরির সুবাদে সপ্তাহে তিনদিন বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে পাড়ার বখাটেরা তার মেয়েকে উত্ত্যক্ত করতে লাগল। তাই জাহির সাহেব তার ১৪ বছরের মেয়ের বিয়ে ব্যবস্থা করল। গ্রামের চেয়ারম্যান বাধা দিলেন আর বললেন বাল্য বিবাহ খুবক্ষতিকর।
ক. যৌতুক কি?
খ. মাদকা সক্তি বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে জাহির সাহেবের এরুপ সিদ্ধান্ত নেওয়ার কারন সনাক্ত কর।
ঘ. বাল্যবিবাহ সম্পর্কে চেয়ারম্যানের উক্তিটি মূল্যায়ন কর।
২। ৮ম শ্রেণির মেধাবি ছাত্রী নীলা পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে পারদর্শি । বয়স অনুযায়ী অনেক কিছু সহজেই আয়ত্ত করতে পারে। তার এই বিশেষ ক্ষমতা অনেকেই বুঝতে পারেনা। কিন্তুু এ ধরনের শিশুদের মেধা বিকাশের জন্য প্রয়োজন উন্নত পরিবেশ।
ক. আটিস্টিক শিশুর সমস্যার নাম কি?
খ. বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বলতে কি বুঝায়?
গ. নীলার পারদর্শিতার কারন ব্যখ্যা কর।
ঘ. উপযুক্ত পরিবেশেই মেধাবিদের সুস্থ্য বাক্তিত্ব, উক্তিটি বিশ্লেষন কর।
৩। মামুন একটি ব্যাংকে চাকরি করে তার প্রায়ই ঠান্ডা লেগে সর্দি কাশি হয়। বিশেষ করে গ্রীষ্মকালে বেশি হয়। সে এ সময় রুমাল বেশি ব্যবহার করে।
ক. শালদুধে কী থাকে?
খ. স্যালাইন খাওয়ানোরনিয়ম উল্লেখ কর।
গ. মামুনের এ রোগের সময় করনীয় কী? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মামুনের আচরনকে সমর্থন করো, ্উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৪। ফাহিম ১৩ বছরের বয়সের কিশোর। ইদানিং তার মা লক্ষ্য করছেন সে ঠিকমতো খায়না এবং কারো সাথে মিশতেও পারছেনা। তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানালেন তার বয়:সন্ধিকাল চলছে। এ সময় তাকে পরিবার থেকে সহযোগিতা করা উচিত।
ক. গ্রোথ হরমোন কি?
খ. হরমোন নি:সরন যথাযথ ভাবে না হলে কি হয়?
গ. ফাহিমের আচরনগত পরিবর্তনের কারন কি ? ব্যাখ্যা কর।
ঘ. বয়:সন্ধিকালে পরিবেশের সহযোগিতা গুরুত্ব পূর্ণ তা ব্যাখ্যা কর।
৫। সোমার বয়স ১৪ বছর। ইদানিং সোমার সাজগোজের প্রতি বেশ আগ্রহ বেড়ে গেছে। মায়ের শাড়ি পড়ে আয়নায় বার নিজের চেহারা দেখে। এবং টিভির প্রতি আকর্ষন বেড়ে গেছে। মা বিষয়টি বুঝতে পেরে সোমার সাথে এ ব্যাপারে কথা বলে।
ক. গ্রন্থি কী?
খ. শারীরিক পরিবর্তনের জন্য কোন রাসায়নিক পদার্থ দায়ী ব্যাখ্যা কর।
গ. সোমার পরিবর্তনের কারন ব্যাখ্যা কর।
ঘ. সোমার ক্ষেত্রে মায়ের সহযোগিতা কতটুকু কার্যকর, মূল্যায়ন কর।
৬। রিপনের জ¦র দশদিন হয়। খাবার রুচি কমে যায়। শ^াসের গতি বেড়ে যায়। কারো সাথে কথা বলেতে চায়না। মা ডাক্তারের কাছে নিলে তিনি রোগ নির্ণয় করেন।
ক. অপরিচ্ছন্ন পরিবেশ কার জন্য নিরাপদ নয়।
খ. রোগির পরিচর্যা বলতে কি বুঝ?
গ. রিপনের শ^াস প্রশ^াসের গতি কিভাবে রেকর্ড করবে, ব্যাখ্যা কর।
ঘ. চিকিৎসার পাশাপাশি রোগের মানসিক যতœ সমগুরুত্বপূর্ণ ,ব্যাখ্যা কর।
৭। মিসেস লাকি একজন দরজি । তার ঘরে পিন, সুই যেখানে সেখানে পড়ে থাকে। বাচ্চারা প্রায়ই হাত পা কেটে ফেলে। বাচ্চাদের দিকে নজর রাখতে গিয়ে তার প্রচুর বিলম্বিত হয়। কাস্টমারদের তিনি যথা সময়ে কাপড় দিতে ব্যর্থ হন।
ক. ফাস্ট এইড বক্স কাকে বলে?
খ. শরীরের তাপ কিভাবে নির্ণয় করা যায়,লিখ।
গ. মিসেস লাকির বাচ্চাদের দূর্ঘটনামুক্ত রাখার উপায় ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে সর্বশেষ পরিস্থিতি হওয়ার পিছনে যে কারন তা বিশ্লেষন কর।
৮। মিতু যৌথ সম্পদ ব্যবহার বিষয়ে বেশ সচেতন। তাদের পরিবারের সকলে মিলে প্রয়োজন অনুসারে টয়লেট ব্যবহার করে , এবং পত্রিকা পড়ে। মিতুর চাচা দিনের অধিকাংশ সময় টেলিফোন ব্যস্ত রাখেন। ফলে মিতুরা অনেক গুরুত্বপূর্ণ খবর পেতে ব্যর্থ হন।
ক. যৌথ সম্পদ কাকে বলে?
খ. টয়লেট ব্যবহারের নিয়ম ব্যাখ্যা কর।
গ. মিতুদের টেলিফোন সর্বোত্তম ব্যবহারের উদ্দেশ্যে যুক্তি সহ একটি নীতিমালা প্রণয়ন কর।
ঘ. পরিবারের সদস্যদের পত্রিকা ভাগ করে পাঠ করার গুরুত্ব মূল্যায়ন কর।
৯। গৃহকর্তী শিমু একাই ঘরে কাজ সুন্দর ও নিখুঁত ভাবে সম্পন্ন করেন। প্রায়ই তিনি উপুড় হয়ে ঘর ঝাড়– দেন। ইদানিং তিনি কোমরে ব্যাথ্যা অনুভব করছেন। শিমুর শাশুড়ি বিষয়টি বুঝতে পেরে শিমুকে বললেন সঠিকভাবে কাজ করলে কাজ সহজও শক্তির অপচয় কম হয়।
ক. বাজেট কি?
খ. সম্পদের সীমাবদ্ধতা বলতে কি বুঝ?
গ. শিমুরকোমার ব্যাথা হওয়ার কারন ব্যাখ্যা কর।
ঘ. শিমুর শাশুড়ির পরামর্শটি বিশ্লেষণ কর।
ঊহুনির্বাচনী অভিক্ষা . গ্রাহর্স্থ ৮ম
গবগুলো প্রশ্নের উত্তর দাও
১। কোনটি মানবীয় সম্পদ
ক. অর্থ খ পার্ক গ. শক্তি ঘ. গয়না
২। গৃহ সম্পদকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩। কী অনুযায়ী কাজের অগ্রাধিকার দিতে হয়?
ক. বয়স খ. সময় গ. গুরুত্ব ঘ. চাহিদার
৪। সব সম্পদেরই কম বেশি কোনটি রয়েছে?
ক. চাহিদা খ. মূল্য গ. সীমাবদ্ধতা ঘ. উপাকারিতা
৫। সবার জন্য সমান সম্পদটি হলো
ক. সময় খ. সাহস গ. দক্ষতা ঘ. শক্তি
৬। সম্পদের সাথে সাদৃশ্যপূর্ণ
র. শক্তি রর. চাহিদা ররর. সময়
নিচের কোনটি সঠিক
ক. র, রর খ. র, ররর. গ. রর , ররর. ঘ. র, রর, ররর.
৭। কিসের ভিত্তিতে আমাদের চাহিদা তৈরী হয়?
ক. উদ্দেশ্য খ. বাজেট গ. অর্থ ঘ. পরিকল্পনা
৮। জীবানু নাশক দ্রব্য কোনটি?
ক. গজ খ. স্টিকিং গ. স্পিরিট ঘ.ব্যান্ডেজ
৯। সাপ কামড়ালে কয়টি বাধন দিতে হয়।
ক. ১ খ. ২ গ. ৩ ঘ.৪
১০। মৌমাছি কামড়ালে কোনটির রস লাগাতে হয়
ক. পিয়াজ খ. রসুন গ. আদা ঘ. হলুদ
১১। নিচের কোনটি ফাস্ট এইড বক্সের যন্ত্র
ক. দা খ. ছুরি গ. বঁটি ঘ. গামলা
১২। নখ ডেবে যাওয়া কোন ধরনের দূর্ঘটনা
ক. ছোট খ. বড় গ. মাঝারি ঘ. অসতর্ক
১৩। পানিতে কেউ ডুবলে কি দিতে হয়।
ক. রশি খ. লোহা গ. ছুরি ক. কলস
১৪। নিচের কোনটি সংক্রামক রোগ-
ক. বসন্ত খ. হাম গ. পাঁচড়া ঘ. হৃদরোগ
১৫। রোগির খাবার যে ধরনের হতে হয়
র. দামি রর. সহজপাচ্য ররর. টাটকা
নিচের কোনটি সঠিক
ক. র, রর খ. র, ররর. গ. রর , ররর. ঘ. র, রর, ররর.
১৬। নলের ভিতরের তরল পদার্থ মূলত
ক. পানি খ. পারদ গ. তেল ঘ. গ্লু
১৭। নিচের কোনটি রোগির কক্ষে রাখা উচিত নয়
ক. প্লেট খ. ওয়াটার হিটার গ. সেলাই মেশিন ঘ.ফুলদানি
১৮। গ্রন্থি কী?
ক. একগুচ্ছ কোষ খ. শারিরীক পরিবর্তন গ. রক্তপ্রবাহ ঘ. হরমোন
১৯। দক্ষতা অর্জনের উপযুক্ত বয়স কোনটি?
ক. বাধ্যর্ক্য খ যৌবন গ. কৈশর ঘ. বয়:সন্ধিক্ষন
২০। মেয়েদের যৌন লক্ষন প্রকাশ পায় কোনটিতে?
ক. শুক্রাশয় খ. ডিম্বাশয় গ. অন্ন্যাশয় ঘ. মস্তিষ্ক
২১। প্রসংশার ফলে কি বাড়ে?
ক. মনোযোগ খ. জ্ঞান গ. বুদ্ধি ঘ. দক্ষতা
২২। গোনাডোট্রপিক হরমোন কোন অঙ্গকে পূর্ণতা দেয়?
২৩। জন্মের পর শিশুকে কি খাওয়াতে হয়?
ক. মধু খ. গাভীর দুধ গ. চিনি ঘ. শালদুধ
২৪। পোলিও রোগের টিকার নাম কি?
ক. টিটি খ. বিসিজি গ. ওপিভি ঘ.ভ্যাকসিন
২৫। যক্ষা রোগে কোনটিকা দেওয়া হয়?
ক. টিটি খ. বিসিজি গ. ওপিভি ঘ.ভ্যাকসিন
২৬। পোলিও ভাইরাস কোথায় আঘাত হানে?
ক. মাংস পেশিতে খ. হাড়ে গ. যকৃতে ঘ. কিডনিতে
২৭। বাসি পঁচা খাবার কোন রোগের কারন?
ক. ডাইরিয়া খ. জ¦র গ. হাম ঘ. মাম্পস
২৮। শিশুদের একটি মারাতœক স্বাস্থ্য সমস্যা কি?
ক . কৃমি খ. হাম গ. যক্ষা ঘ. কাশি
২৯। শিশুরা কত ধরনের কৃমি দ্বারা আক্্রান্ত ?
ক. ৩ খ. ৫ গ. ২ ঘ. ৪
৩০। যক্ষা কিভাবে ছড়াই?
ক. বাতাসে খ. পানিতে গ. ব্যাকটেরিয়া ঘ. ভাইর্সা
৩১। মাম্পস রোগ আক্রমন করে-
র. শুক্রাশয় রর. অগ্ন্যাশয় ররর. চোখ
নিচের কোনটি সঠিক
ক. র, রর খ. র, ররর. গ. রর , ররর. ঘ. র, রর, ররর.
৩২। সর্দি ও কাশির কারন
র. আলার্জি রর. ইনফেকশন ররর. জ¦র
নিচের কোনটি সঠিক
ক. র, রর খ. র, ররর. গ. রর , ররর. ঘ. র, রর, ররর.
৩৩। কোন রোগে বিপাক ক্রিয়া বৃদ্ধি পায় ?
ক. ডাইরিয়া খ. জ¦র গ. হাম ঘ. মাম্পস
৩৪। স্যালাইনে থাকে-
র. সোডিয়াম নাইট্রেট রর. পটাশিয়াম ক্লোরাইড ররর. বিশুদ্ধপানি
নিচের কোনটি সঠিক
ক. র, রর খ. র, ররর. গ. রর , ররর. ঘ. র, রর, ররর.
৩৫। বিসিজি টিকা দেওয়ার কতদিন পর টিকার স্থান লাল হয়?
ক. ৭ খ. ১৪ গ. ২১ ঘ. ২৮
৩৬। অধিক হারে অটিজমে আক্রান্ত হয় কারা
ক. মেয়েরা খ. বৃদ্ধরা গ. ছেলেরা ঘ. শিশুরা
৩৭। বিশ^ অটিস্টিক দিবস কবে?
ক. ২১ ফেব্রুয়ারী খ. ৮ই মার্চ গ. ২রা এপ্রিল ঘ. ১৬ই ডিসেম্বর
৩৮। বুদ্ধি পরিমাপের এককটি বলে?
ক. বুদ্ধাংক খ. গুননাংক গ. সাফলাংক ঘ. পরিমাংক
৩৯। মাদকাসক্তির ক্ষতিকর দিক কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪০। কবে যৌতুক নিরোধ আইন পাস হয়?
ক. ১৯৭৪ খ. ১৯৭৬ গ. ১৯৭৯ ঘ. ১৯৮০
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment