শ্রেনী : নবম বিষয়: বাংলা ২য় পত্র (আবশ্যিক)
১। অনুচ্ছেদ রচনা লিখ- ১ টি । ৫
ক) ডিজিটাল বাংলাদেশ খ) মাতা- পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য
২। প্রতিবেদন রচনা কর যে কোন একটি । ১০
ক) তোমার বিদ্যালয়ের গ্রন্থগার বিষয়ে জরিপ করে একটি প্রতিবেদন লেখ।
খ) তোমার শহরের যানজট সমস্যার উপর একটি প্রতিবেদন তৈরী কর।
৩। যেকোন একটি পত্র লেখ। ৫
ক) ছাত্র জীবনে শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখ।
খ) দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন জানিয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র লেখ।
৪। ভাব- সম্প্রসারন লেখ – ১টি। ১০
ক) দু:খের মতো এত বড় পরশপাথর আর নাই।
খ) দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ স্বরুপ।
৫। সারাংশ / সারমর্ম লেখ- ১টি ১০
ক) সময় ও স্রোত কারও অপেক্ষায় বসে থাকেনা । চিরকাল চলতে থাকে সময়োর নিকট অনুনয় কর একে ভয় দেখাও ভ্রক্ষেপও করবেনা । সময় চলে াযাবে আর ফিরবে না । নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুর্ন প্রাপ্ত হওয়া যায়, কিন্তু সময় একবার গত হয়ে গেলে আর ফিরে আসে না । গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। মতই কাঁদ না কেন, গত সময় কখনও ফিরে আসবেনা।
খ)
বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে ি য়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু ।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর শুধু দ্ইু পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিষির বিন্দু।
৬। যেকোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখ। ২০
ক) দৈনন্দিন জীবনে বিজ্ঞান
খ) অধ্যবসায়
গ) কর্মমূখী শিক্ষা ঘ) স্বদেশ প্রেম। cxvcxvxcv
No comments:
Post a Comment