১ম মডেল টেস্ট পরীক্ষা-২০১৬ 
অষ্টম শ্রেণি
বিষয়: কৃষি 
সময়: ২ ঘন্টা ১০                            মিনিট  পূর্ণমান: ৬০
যেকোন ৬টি প্রশ্নের উত্তর দাও: 
১। কৃষি কর্মকর্তা হাশেম সাহেব কৃষি বিষয়ক একটি সেমিনারে ভিয়েতনাম গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন ভিয়েতনামের কৃষিতে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি , চাষাবাদের ধরন উন্নত । তিনি বুঝলেন , বাংলাদেশ আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারনে পিছিয়ে আছে।
ক. বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? 
খ.  ওজজও বলতে কি বুঝ?
গ. উদ্দিপকে উল্লেখিত দেশের কৃষিতে অগ্রগতির কারন ব্যাখ্যা কর। 
ঘ. উদ্দিপকে উল্লেখিত দেশের সাথে বাংলাদেশের কৃষির তুলনা বিশ্লেষন কর। 
২। 
সময়    খন্ড-১    খন্ড-২
১ম বছর    রবি: বোরো
খরিক-১: পাট
খরিক-২: পতিত    রবি: গোল আলু
খরিক-১: মাষকালাই
খরিক-২: রোপা আমন
২য় বছর    রবি: আলু
খরিক-১: মাষকালাই
খরিক-২: রোপা আমন    রবি: বোরো
খরিক-১: পাট
খরিক-২: পতিত
ক. বাংলাদেশের কৃষি মৌসুমকে কয়ভাগে ভাগ করা হয়?
খ. একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করলে ফলন কম হয় কেন?
গ. উদ্দীপকের ছকে কি বুঝানো হয়েছে,ব্যাখ্যা কর। 
ঘ.শস্য পর্যায় ব্যবহারের মাধ্যমে কৃষকেরা কতটুকু উপকৃত হয় বলে তুমি মনে কর। 
৩। নাবিল সর্বদাই জমিতে সবুজ সার প্রয়োগ করে। তা সত্বেও জমিতে পুষ্টি উপাদান না থাকার নাবিল ক্ষতির সম্মুখীন হয়। সে নাইট্রোজেন সার ব্যবহার করে। কিন্তু অতিরিক্ত সার ব্যবহারের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। 
ক. আমাদের দেশে কখন রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়?
খ. জমিতে সুষম সার প্রয়োগ করা হয় কেন?
গ. কৃষিতে কর্মকর্তা নাবিলকে কোন কোন কাজের ব্যাপারে অবহিত করেন। 
ঘ. নাবিলের ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে সার প্রয়োগ পদ্ধতির উপযুক্ততা বিচার কর?
৪। রীতা বাবা মার সাথে ঢাকায় বড় হয়েছে। একটি অনুষ্ঠানে বাবার সাথে গ্রামের বাড়িতে বেড়াতে এসে দেখল একজন কৃষক কাদাময় মাঠে জমি চাষ দিয়ে ফসল উৎপাদনের জন্য প্রস্তুত করেছেন। সে এ সম্পর্কে প্রশ্ন করলে কৃষক বললেন ফসলের চারা উৎপাদনের জন্য প্রস্তুত হচ্ছে। 
ক. বীজতলা কয় ভাবে তৈরী করা হয়?
খ. আদর্শ বীজতলা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত রিতার দেখা কৃষকের কাজটি কোন ফসলের বীজতলা তৈরীর সাথে সাদৃশ্যপূর্ণ ? একটি  আদর্শ বীজতলার গঠন প্রণালী ব্যাখ্যা কর। 
ঘ. উদ্দীপকে বীজতলা গঠনের সাথে উদ্যান ফসলের আদর্শ বীজতলা গঠনের পার্থক্য বিশ্লেষন কর। 
৫। কালাম ধান বীজ সংরক্ষণের জন্য তীব্ররোদে  শুকিয়ে ব্যাগে ভরার পূর্বে আর্দ্রতা পরীক্ষা করলে দেখতে পায় বীজের আর্দ্রতার হার আট ভাগের কম। 
ক. সংকটময় পর্যায় কাকে বলে?
খ.  অডউ করা হয় কেন? ব্যাখ্যা কর। 
গ. ব্লটার পরীক্ষার ফলাফল অনুযায়ী বীজ গুলোর বপন উপযুক্ত তা আছে কিনা তা বর্ণনা কর? 
ঘ.  কালামের ধান বীজ সংরক্ষণের কলাকৌশল মূল্যায়ন কর। 
৬। মিঠুন তার বাড়ির পাশের পতিত জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ উৎপাদন করবেন বলে মনস্থির করলেন। 
তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে বীজতলা তৈরী করলেন এবং রক্ষনাবেক্ষণের পর সুস্থ চারা বিক্রি করে বেশ লাভবান হলেন। 
ক. বীজতলা কী? 
খ.কেমন জমি বীজতলা তৈরীর জন্য নির্বাচন করা উচিত?
গ. মিঠুনের বীজতলা তৈরীর সচিত্র বিবরণ দাও?
ঘ. বীজতলা সঠিকভাবে রক্ষণাবেক্ষনের মাধ্যমে কিভাবে লাভবান হওয়া যায়, সে সম্পর্কে তোমার মতামত দাও?
৭। মুনির যুব উন্নযন হতে গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ নিয়ে পাঁচটি এঁড়ে বাছুর কিনে গরু মোটা তাজাকরণ প্রকল্প হাতে নেন। সঠিক খাদ্য প্রয়োজনীয় যতœ ও পরিচর্চার কারনে কয়েক মাসের মধ্যে গরুগুলো বেশ মোটা তাজা হয়। 
ক. মোটাতাজাকরণ কি?
খ. গরু মোটাতাজাকরণ প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত গরুগুলো দৈনিক কি পরিমান ইউরিয়া মেশানো খড় ও ঝোলাগুড় খায় বর্ণনা কর। 
ঘ. মনিরের উদ্যোগটি দেশের আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট সহায়ক,বিশ্লেষণ কর।
৮। বাংলাদেশের কৃষি বিশ^বিদ্যালয় থেকে একদল ছাত্র ভারতের  কৃষি বিষয়ক সুবিধা সমুহ  সম্পর্কে উদ্দেশ্যে ভারতে যায়। সেখানে গিয়ে তারা লক্ষ করে। বাংলাদেশের চেয়ে ভারতের কৃষি ও কৃষি ব্যবস্থাপনা অনেক উন্নত। সেখান থেকে ফিরে শিক্ষার্থীরা বাংলাদেশের কৃষি ব্যবস্থাকেও ভারতের মত উন্নত করার প্রতিজ্ঞা করে। 
ক. ঋঅঙ কী? 
খ. আদি কৃষির উৎপত্তি সাধারনত মানুষের হাতেই ব্যাখ্যা কর।
গ. ভারত কৃষিতে উন্নতি লাভ করার কারন ব্যাখ্যা কর। 
ঘ শিক্ষার্থীরা তাদের প্রতিজ্ঞা বাস্তবায়নে কতটুকু  সফল হতে পারবে বিশ্লেষণ কর। 
৯। সিদ্দিক সাহেব পড়ালেখা শেষ করে গ্রামের কৃষকদের কৃষি কর্মকান্ডে সহযোগিতা করেছেন। তিনি কৃষিকদের মাটির প্রকৃতি অনুযায়ি ফসল উৎপাদন , ফসলের সেচ , সার এবং কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন।
ক. বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড কি? 
খ. আদি কৃষির উৎপত্তি সাধারন মানুষের হাতেই হয়েছে। ব্যাখ্যা কর। 
গ. সিদ্দিক সাহেবের কাজের সাথে কাদের অবদানের মিল রয়েছে?  
ঘ. উদ্দীপকে সিদ্দিক সাহেবের কর্মকান্ডের সাথে কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের নানা শাখার সম্পৃক্ততা রয়েছে, মূল্যায়ন কর।
ঊহু নির্বাচনী অভীক্ষা ৮ম  কৃষি 
১। জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করে কোনটি?  
ক. ঋঅঙ    খ. ওজজও গ. ইজজও  ঘ. ওচগ
২।  ওজজও কোথায় অবস্থিত? 
 ক. ফিলিপাইন খ. ভিয়েতনাম গ. ভারত ঘ. চীন 
৩। বিশে^ও অন্যতম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
ক. নেপাল  খ. ভিয়েতনাম গ. ভারত ঘ. চীন 
৪। কোনটি ভারতে রপ্তানি হয়?
ক. পিয়াজ খ. গরু গ. ইলিশ ঘ. রসুন 
৫। বাংলাদেশ ভারতে রপ্তানি করে
র. পাট        রর. চামড়া        ররর. রুই
নিচের কোনটি সঠিক 
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৬। খাদ্য ও কৃষিতে সংগঠনকে সংক্ষেপে কি বলে?
ক. ঋঊউ খ. ঋঅউ গ. ঋঅঙ ঘ. ঋঅঈ 
৭। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়?
ক. চাল খ. গম গ. চামড়া ঘ. তুলা 
৮। বন্যার পর ধান চাষের জাত 
র. কিরন         রর. ব্রি ধান ৫১       ররর. দিশারি 
নিচের কোনটি সঠিক 
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
৯। কবে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন করা হয়?
ক. ১৯৫৫ খ.১৯৬০ গ. ১৯৬১ ঘ. ১৯৬৯ 
১০। কৃষির মূল ক্ষেত্র কোনটি?
ক. মাটি খ.ধান গ. বীজ ঘ. পানি 
১১। বাংলাদেশে অর্থনীতির মেরুদন্ড কি?
ক. শিক্ষা খ. চিকিৎসা গ কৃষি ঘ. চা 
১২। কয়টি পূর্ণাঙ্গ কৃষি বিশ^বিদ্যালয় রয়েছে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ 
১৩। ইজজও কোথায় অবস্থিত?
ক. বাংলাদেশে  খ. চীনে গ. ভিয়েতনামে ঘ. ভারতে 
১৪। চারা রোপনের কতদিন পর গুটি ইউরিয়া দিতে হয়?
ক.  ৩-৪ খ.  ৫-৭ গ.  ৮-১০ ঘ. ১২-১৫
১৫। কত সেমি গভীরে গুটি ইউরিয়া দিতে হয়?
 ক. ৫ খ. ১০ গ. ১৫ঘ. ২০ 
১৬। মোজাইক রোগের কারন কী?
ক. ভাইরাস খ. ছত্রাক গ. কৃমি ঘ. ব্যাকটেরিয়া 
১৭। কোন উদ্ভিদের ধসা রোগ হয়?
ক. ধান খ. ঢেঁড়স গ. বাদাম ঘ. গম 
১৮। পাতা  কোকাড়ানো কোন উদ্ভিদের রোগ 
ক. পেঁপে খ. বেগুন গ. শসা ঘ. মরিচ 
১৯। কোন জেলা কৃষি পরিবেশ-১ এ অন্তর্ভুক্ত 
ক. যশোর খ. পঞ্চগড় গ. বরিশাল ঘ. সিলেট 
২০। ধসা রোগ হয়? 
র. ধানে        রর. আলুতে        ররর. বেগুনে 
নিচের কোনটি সঠিক 
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২১। মোজাইক রোগ দেখা যায়?
র. মুগে         রর. ঢেঁড়সে        ররর. টমেটোতে 
নিচের কোনটি সঠিক 
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২২। মৃত পশুর রোগজীবাণু কিসে ছড়াই
ক. বাতাসে খ. পানিতে গ. মাটিতে ঘ. নদীতে 
২৩। মৃত পশুমাটি চাপা দেওয়া সময় গর্তের উপর দিতে হয়  -
র. চুন         রর. ডিডিটি         ররর. ফরমালিন 
নিচের কোনটি সঠিক 
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২৪। কোন রোগ হলে মুরগী সাদা রংগের মল ত্যাগ করে?
ক. বসন্ত খ.হাম গ. রানীক্ষেত ঘ.কলেরা 
২৫। মসুরের সাথে কোনটি চাষ করা যায়?
ক. সরিষা  খ. তিল গ.কলা  ঘ. ধান 
২৬। শর্করা ও চর্বি জাতীয় খাদ্যে থাকে?
র. ঝোলাগুড়         রর. ভুট্টা        ররর. কাঁচাঘাস 
নিচের কোনটি সঠিক 
ক. র, রর     খ. র, ররর.     গ. রর , ররর.  ঘ. র, রর, ররর.
২৭। ধান চাষের জন্য কোন সার প্রধান ?
ক. টিএসপি খ.ইউরিয়া গ. ফসফেট ঘ. গোবর 
২৮। মৃত মাছ অপসানের জন্য পুকুরে কী করা উচিত?
ক.চুন খ. ব্লিচিং পাউডার গ. ন্যাপথালিন  ঘ. ডিডিটি 
৩০। পশু মোটাতাজাকরনে সহায়তা করে কোনটি? 
ক. ইউরিয়া খ. ঘাস ও ছোলা গ. গুড় ও ছোলা ঘ.ভাতের মাড় ও ঘাস 
৩১।  ব্যবহারে আমন ধানে কত ভাগ ইউরিয়া লাগে?
ক. ২৩ খ ২৫ গ. ৩০ ঘ. ৩৫ 
৩২। আমাদের দেশে সেচ দক্ষতা কত শতাংশ 
ক. ১৫-২০ খ. ২৫-৩০ গ. ৩০-৩৫ ঘ. ৪০-৫৫ 
৩৩।  খ,প,প এর পূর্ণরুপ কি? 
ক. খবধভ ঈড়ষড়ঁৎ পযধৎঃ    খ. খবধঃ পড়ষড়ঁৎ পযধঃ   
 গ. খবধঃ পড়ষড়ঁৎ পৎড়ং   ঘ. খবধংঃ পড়ষড়ঁৎ পযধৎঃ  
৩৪। ড্রিপ সেচ পদ্ধতি কোন ফসলের জন্য কার্যকর? 
ক ধান খ. সবজি গ. ফল ঘ. মসলা 
৩৫। বাংলাদেশে কয় ধরনের বীজতলা তৈরী করা হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ 
৩৬। চা বাগানে কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? 
ক. প্লাবন খ. নালা গ. বর্ষন ঘ. ড্রিপ 
৩৭। পানি সেচের মূল উৎস কি?
ক. নদী খ বিল গ.বৃষ্টিপাত  ঘ. বন্যা  
৩৮। মৌলিক কৃষি উপকরণ কি?
ক. বীজ খ. ধান গ.চারা  ঘ. ছোটগাছ 
৩৯। মরিচ সংরক্ষনে কতঘন্টা শুকাতে হয় 
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ 
৪০। নিচের কোনটি বীজতলায় প্রয়োগ করা যাবেনা?
ক.ইউরিয়া খ. কাচা গোবর গ.শুকনো গোবর ঘ. ফসফেট 
No comments:
Post a Comment